আমাদের কথা খুঁজে নিন

   

আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনে নবীন প্রবীনদের হাড্ডাহাড্ডি লড়া।

আগৈলঝাড়া, বরিশাল-৮২৪০

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫টি ইউনিয়নে শুরু হয়েছে নতুন ও পুরনো প্রার্থীদের লড়াই। অধিকাংশ ইউনিয়নে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি ইউনিয়নে লড়াই হবে নবীন ও প্রবীনদের মাঝে। উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে কথাবলে জানাযায়, উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা (আনারস), বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু (তালা) এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন (দোয়াত-কলম)’র সাথে আগামী ২৯ মার্চ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি (দেয়াল ঘড়ি) ও সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ তালুকদার (দোয়াত-কলম)’র সাথে ভোটের লড়াই চলছে।

এখানে ভোটারদের জনসমর্থনে বরিশাল বিভাগের বর্তমান শ্রেষ্ঠ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি অনেকটাই এগিয়ে রয়েছেন। বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা যতীন্ত্রনাথ মিস্ত্রি (দোয়াত-কলম), শ্রমিকলীগ নেতা বিপুল দাস (চশমা) ও সাবেক চেয়ারম্যান নিরোদ বরণ হালদার (গরুরগাড়ি)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে। রাজিহার ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার (আনারস), উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ সিকদার (দেয়াল ঘড়ি) মাঠ গরম করে রেখেছেন। রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার (দোয়াত-কলম), শাহিন আলম সন্যামাত টেনু (আনারস) ও সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী (তালা)’র মধ্যে আগামী ২৯ মার্চ ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের বরিশাল ডটকম থেকে খরবটি সরাসরি কপি পেস্ট করা হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।