চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। যে জীবন গুলো আমাকে অনবরত ভাবাই, আমার চারপাশের মানুষগুলো অতি পরিচিত অথবা আমি নিজেই নিজেই যখন বিলিয়ে দেই আমার লেখাই, আমার কবিতার খাতায়। কি লিখলাম ওটা নিয়ে ভাবি না! আমি জানি, যতো গুলো মানুষ আমাকে ভালোবাসে অথবা ঘৃনা করে, অভিশাপ ছড়ায় প্রতিনিয়ত তাদের জীবনের সামান্য অংশ তুলে আনবো আমার খাতায়। আমার লেখায় নিজেকে ক্ষত বিক্ষত করেছি অনেকবার আমি জানি, রেল লাইনে মাথা গোজা মানুষ গুলো আর্দ্রতা পাবেনা শীতল বাতাসে শুধু তাদের সামান্য অনুভুতি ক্রোধের আগুনে রক্তার্ত হবে আমার সফেদ দেয়াল ভাষা গুলো বাক্য হয়ে ঝলসে উঠবে আমার খাতায় অথবা সেই অভিমানি যুবক, স্বভাবচারিত স্ব্প্নচারী অথবা আমি নিজে, নিজেকেই যখন তছনছ করে আবার নিজেকে গড়ার বৃথা চেষ্টা করি আমার কবিতার পাতায় হয়তো কোন একদিন আমার কবিতারা মিছিলে যাবে ভালোবাসার কিংবা দ্রোহের! হয়তো কোন একদিন কবিতা গুলো আমায় বলবে- দেখো, তুমি হারনি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।