হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই
সামনে দিয়েই ভেঙে পড়বে একটি একটি করে
সূর্যের তীক্ষ্ম আঘাতে চমকে উঠে খান খান হয়ে ঝলসে উঠবে কোনো
না, নির্মলেন্দু গুণের মতো না জমা দেওয়া হৃদয় নয়
হয়তো কোনো তরবারি
কোণায় কোণায় চলে যাচ্ছে- হয়তো বা হাজারি হাজারি।
চক্ষু মেলিয়া সুশীতল ছায়ায় বিশ্রামের রাগলহরি
গাইতে গাইতে চাইতে চায় শান্তির প্রয়াস
গাছ লাগিয়ে চাওয়া যায় না রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু
গাছেরও তো প্রাণ আছে; লম্বালম্বি!
তাই তো দেখি এই মিছিলের লম্বা খুব বহরি।
ফলে মধ্যবিত্তের
জীবন চলে অক্ষম ক্রোধের তাড়নায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।