আমাদের কথা খুঁজে নিন

   

বার্লিনে নয় আর্জেন্টিনায় মারা গেছেন হিটলার

. জার্মান স্বৈরশাসক এডলফ হিটলার ১৯৪৫ সালে বার্লিনে আত্মহত্যা করেননি। আর্জেন্টিনাতেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বলে দাবি করছেন বৃটিশ সাংবাদিক জেরার্ড উইলিয়াম। তিনি বলেছেন, সহলেখক সিমন ডাস্টানকে সঙ্গে নিয়ে লেখা ‘গ্রে উলফ: দি এসকেপ অব এডলফ হিটলার’ গ্রন্থে তিনি এমন কিছু অকাট্য প্রমাণ উত্থাপন করেছেন যাতে প্রতীয়মান হচ্ছে দক্ষিণ আমেরিকাতেই হিটলার বৃদ্ধ বয়সে মারা গেছেন। অনেক ইতিহাসবিদই বলেছেন, ১৯৪৫ সালে বার্লিনে একটি বাঙ্কারে হিটলার আত্মহত্যা করেছিলেন। কিন্তু স্কাই নিউজকে উইলিয়াম বলেছেন, আমরা ইতিহাসকে নতুন করে লিখতে চাই না।

তবে আমাদের আবিষ্কৃত তথ্য এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। বইটিতে দাবি করা হয়েছে, হিটলার এবং তার মিস্ট্রেস ইভা ব্রাউন ১৯৪৫ সালের এপ্রিলে গোপনে জার্মানি থেকে আর্জেন্টিনা পালিয়ে গিয়েছিলেন। এতে আরও বলা হয়েছে, সেখানে তিনি ১৭ বছর বেঁচে ছিলেন। ১৯৬২ সালে মৃত্যুবরণ করার আগে তিনি দুই মেয়ের ভরণ পোষণ করেছেন। উইলিয়াম আরও দাবি করেছেন, এ বই প্রমাণ করবে রাশিয়ার কাছে হিটলারের মাথার খুলির অংশ বিশেষ আছে বলে যে দাবি করা হয় সেটা আসলে একজন নারীর মাথার খুলি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।