আমাদের কথা খুঁজে নিন

   

!!Qubee & BanglaLion Usage Limitation HACK!!

কিউবি এবং বাংলালায়ন বাংলাদেশে ভাল ইন্টারনেট সেবা আনলেও Fair Usage পলিসি দিয়ে আমাদের সকলকে বাশ দিতেছে। কিউবি ১মেগা স্পিড স্কাই প্যাকেজের Fair Usage ছিল ৯০ সেখানে এখন ৩৫??? এটাকে কেউ স্কাই বলে?? আর ৫১২ অথবা ১মেগা স্পিড নিয়ে ৬গিগা বা ১২ গিগা হলে কি হয়??? কেনা চায় ইচ্ছা মত ডাউনলোড করার স্বাধীনতা। আর যারা কিনা প্রি পেইড এ আছেন তাদের ৪০০ বা ৭০০ টাকায় যেপরিমান নেট দেয় তা না দেয়ার মতই। আমার এই টিউনটা মূলত প্রি পেইড গ্রাহকদের জন্য দেয়া হচ্ছে এবং আমি প্রিপেইড এ এটা করে সাকসেস হয়েছি। তবে যারা পোস্টপেইড ৬ বা ১২ জিবি চালাচ্ছেন তাদেরও কাজ করবে আশা করি। ছবি দিয়ে বিস্তারিত নিম্নে প্রোসেস ব্যাখ্যা করা হল। ভাইজান পুরাটা এখানে কপি পেষ্ট করেছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না। তাই নিচে দুইটা লিংক একই পোষ্টের দেয়া হল: বাকি টুকু পড়ুন ১ বাকি টুকু পড়ুন ২(যদি ১ না ঢুকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।