গত ১৫ই অক্টোবর এ বিষয়টা নিয়ে সামুতে ১টা পোষ্ট ছিলো। আমি অপেক্ষা করছিলাম ওখানে চাকুরীরত কিছু পরিচিত ইঞ্জিনীয়ারের সাথে আলাপের অপেক্ষায়। যাহোক শেষ পর্যন্ত আলাপ হলো এবং তাদের মর্মবেদনা জানতে পারলাম।
ইঞ্জিনীয়ারিং টীমকে যথারীতি প্রচুর পরিশ্রম করানো হয়েছে। প্রতিটি মোডেমের ফায়ার ওয়্যার আপডেট করানো হয়েছে, নেটওয়ার্কিংয়র প্রচুর কাজ করতে হয়েছে।
সে তুলনায় তাদের স্যালারী তেমন কিছু নয়।
যারা ৮০ বা ৯০ হাজারী মার্কেটিং টীমের সদস্য তারা নাকি ল্যাপটপ নিয়ে ফুটুর ফাটুর করতো, গল্প করতো।
যাহোক বিভিন্ন সময়ে জেনারেল মিটিংয়ে মতামত বিনিময় হতো। ইঞ্জিনীয়ারগণ সব সময়ই প্রাইসিং ও অন্তত ২০ গিগা প্যাকেজের পক্ষে মত দিতো। কিন্তু মিটিংয়ে উপস্থিত ক্ষীণ কটি ও পীণপয়োধরাগণের মোহনীয় হাসি ও অদ্ভুত বাংলা উচ্চারণ সেই সাথে ইংরেজীর মিশেল দেয়া এক আজব ভাষায় ম্যানেজমেন্টের চোখ রস্ গুল্লা হয়ে যেত।
তারা নাকি কিসব মার্কেট অ্যানালাইসিস করেছে।
ব্লগে দেখি খামাখাই ব্লগারগণ একে অপরকে লুল বলে কটাক্ষ করেন। কর্পোরেট ওয়ার্ল্ডের ম্যানেজমেন্ট যে একেকজন কি মহা ধাড়ি ধাড়ি লুইচ্চা তা যারা চাকরী করেন সবাই জানেন।
যাহোক 2 Mbps speed এ একজন ব্যবহারকারীর ৬ গিগা শেষ হতে কতসময় লাগবে এটা একটা রিক্সাওয়ালা হিসেব করতে জানলেও ওনারা বুঝতে পারেননি। তাই প্রথম দিনের টার্গেট ২০০ মোডেমের জায়গায় মাত্র ৩টি নাকি সেল হয়েছিলো।
যাহোক এই হলো বর্তমান অবস্থা। আসলে আর কতকাল আমাদের এতবড় গাধা ভাবা হবে? ওনারা নিজেদের কি মনে করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।