আমাদের কথা খুঁজে নিন

   

শুঁটকির হাটে বিড়াল চৌকিদার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। শুঁটকির হাটের চৌকিদারের দায়িত্ব দেওয়া হয়েছে বিড়ালকে। এভাবে হলে চলবে না। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা একই সঙ্গে সরকারকে সুযোগ দিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

আজ সোমবার রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে ‘খালেদা-আমিনীর সরকার পতনের হুমকি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান। পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের ঋণসহায়তা স্থগিতের বিষয়ে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করুন। এ ক্ষেত্রে কালক্ষেপণের সুযোগ নেই। বেগম খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘জাতির সংকট মুহূর্তে গঠনমূলক সমালোচনা করুন। সমস্যার সমাধান চাইলে রোডমার্চ নয়, সংসদ মার্চ করুন, নির্বাচন কমিশন মার্চ করুন।

’ রোডমার্চ বিষয়ে বলেন, যত বেশি রোডমার্চ হবে যুদ্ধাপরাধের বিচার ততই ত্বরান্বিত হবে। গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এক অনুষ্ঠানে বলেছিলেন, সরকার ডাকলে তাঁরা আলোচনা যাবেন। এর জবাবে সুরঞ্জিত বলেন, এখানে সরকারের কিছু করার নেই। যা করতে হবে সংসদকেই করতে হবে। সংসদ আর সরকার এক নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।