আমাদের কথা খুঁজে নিন

   

রাজা-রানীর চুমুতে কেঁপে উঠলো স্টেডিয়াম

অদ্ভুত পৃথিবী হাতে হাত রেখে রাজধানী থিম্পুর চ্যাং লাইম থ্যাং স্টেডিয়ামে প্রবেশ করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও তার সদ্য বিয়ে করা রানী জেটসান পেমা। একটি দু’টি নয়, নতুন রানীর কপোলে এঁটে দিলেন তিনটি চুমু। আর সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে যেন ফেটে পড়লেন উপস্থিত ৩০ হাজারেরও বেশি দর্শক, দেশবাসী। বিয়ের পর গতকালই তারা প্রথম প্রকাশ্যে জনতার সামনে এলেন। আর ভুটানের জনপ্রিয় রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের ঘরে তোলা সুন্দরী রানীকে একনজর দেখতে গতকাল ভোর থেকেই ভুটানে ছিল ব্যাপক প্রস্তুতি।

ভোরের আলো ফুটতেই দলে দলে মানুষ হাজির হতে থাকে ওই স্টেডিয়ামে। এক সময় তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তার মধ্যে ছিলেন নারী, শিশু, যুবক, যুবা, তরুণ-তরুণী সহ সব বয়সী মানুষ। এদিন ৩১ বছর বয়সী রাজাকে ও তার স্ত্রীকে অন্যদিনের চেয়ে বেশ সজীব দেখাচ্ছিল। স্টেডিয়ামে স্থাপন করা রাজআসনে বসেই রাজা সবাইকে বিস্মিত করে দেন।

তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান তারা কি তাদের রানীকে চুমু দেয়া দেখতে চান কিনা। তার প্রশ্ন শেষ না হতেই যেন সমস্বরে স্টেডিয়াম ফেটে পড়ে। তারা হ্যাঁ-সূচক উত্তর দেন। এক বাক্যে বলেন, হ্যাঁ আমরা আমাদের রানীকে চুমু দেয়ার দৃশ্য দেখতে চাই। তাদের মনোবাসনা ব্যর্থ করেননি রাজা ওয়াংচুক।

তিনি দীর্ঘ দিনের প্রেমিকা কাম স্ত্রী জেটসন পেমার ডান পাশের কপোলে একটি চুমু এঁটে দেন। সাধারণ্যের সঙ্গে মিলে থাকা রাজা এখানেই থামেননি। তিনি জনতার কাছে আবারও একই প্রশ্ন ছুড়লেন। এবারও হ্যাঁ-সূচক জবাব এলো। রাজা আর দেরি করলেন না।

তিনি রানীর বাম পাশের কপোলে ফের চুমু এঁটে দেন। ফের আবারও তিনি একই কাজ করেন। আর এ দৃশ্য সরাসরি সমপ্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন ভুটান ব্রডকাস্টিং সার্ভিস টিভি। রাজা জনতার সমুদ্রের কাছে জানতে চান তারা কি আরও কিছু দেখতে চান। তারা কি তাদের রানীর ঠোঁটে চুমু দেয়া দেখতে চান।

এবার ইয়েস ইয়েস ধ্বনিতে যেন কেঁপে ওঠে স্টেডিয়াম। রানী এবার তার দিকে কিছুটা বাঁকা হয়ে এগিয়ে যান। রাজা ওয়াংচুক তার ঠোঁটে চুমু দেন। চতুর্দিক থেকে ক্যামেরার ফ্লাশে আলোকিত হয়ে ওঠেন রাজা-রানী। এ ইভেন্টে অংশ নেন ১৩টি দেশের ফটোসাংবাদিক।

তারা অবস্থান নিয়েছিলেন মূল মঞ্চ থেকে মাত্র কয়েক গজ দূরে। ওদিকে রাজকীয় ভুটান সেনাবাহিনী গতকালই তাদের রাজা ও রানীকে সংবর্ধনা দিয়েছে। সেখানে একমাত্র অতিথি ছিলেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। হাতে হাত রেখে রাজধানী থিম্পুর চ্যাং লাইম থ্যাং স্টেডিয়ামে প্রবেশ করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও তার সদ্য বিয়ে করা রানী জেটসান পেমা। একটি দু’টি নয়, নতুন রানীর কপোলে এঁটে দিলেন তিনটি চুমু।

আর সঙ্গে সঙ্গে আনন্দ-উল্লাসে যেন ফেটে পড়লেন উপস্থিত ৩০ হাজারেরও বেশি দর্শক, দেশবাসী। বিয়ের পর গতকালই তারা প্রথম প্রকাশ্যে জনতার সামনে এলেন। আর ভুটানের জনপ্রিয় রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের ঘরে তোলা সুন্দরী রানীকে একনজর দেখতে গতকাল ভোর থেকেই ভুটানে ছিল ব্যাপক প্রস্তুতি। ভোরের আলো ফুটতেই দলে দলে মানুষ হাজির হতে থাকে ওই স্টেডিয়ামে। এক সময় তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তার মধ্যে ছিলেন নারী, শিশু, যুবক, যুবা, তরুণ-তরুণী সহ সব বয়সী মানুষ। এদিন ৩১ বছর বয়সী রাজাকে ও তার স্ত্রীকে অন্যদিনের চেয়ে বেশ সজীব দেখাচ্ছিল। স্টেডিয়ামে স্থাপন করা রাজআসনে বসেই রাজা সবাইকে বিস্মিত করে দেন। তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান তারা কি তাদের রানীকে চুমু দেয়া দেখতে চান কিনা। তার প্রশ্ন শেষ না হতেই যেন সমস্বরে স্টেডিয়াম ফেটে পড়ে।

তারা হ্যাঁ-সূচক উত্তর দেন। এক বাক্যে বলেন, হ্যাঁ আমরা আমাদের রানীকে চুমু দেয়ার দৃশ্য দেখতে চাই। তাদের মনোবাসনা ব্যর্থ করেননি রাজা ওয়াংচুক। তিনি দীর্ঘ দিনের প্রেমিকা কাম স্ত্রী জেটসন পেমার ডান পাশের কপোলে একটি চুমু এঁটে দেন। সাধারণ্যের সঙ্গে মিলে থাকা রাজা এখানেই থামেননি।

তিনি জনতার কাছে আবারও একই প্রশ্ন ছুড়লেন। এবারও হ্যাঁ-সূচক জবাব এলো। রাজা আর দেরি করলেন না। তিনি রানীর বাম পাশের কপোলে ফের চুমু এঁটে দেন। ফের আবারও তিনি একই কাজ করেন।

আর এ দৃশ্য সরাসরি সমপ্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন ভুটান ব্রডকাস্টিং সার্ভিস টিভি। রাজা জনতার সমুদ্রের কাছে জানতে চান তারা কি আরও কিছু দেখতে চান। তারা কি তাদের রানীর ঠোঁটে চুমু দেয়া দেখতে চান। এবার ইয়েস ইয়েস ধ্বনিতে যেন কেঁপে ওঠে স্টেডিয়াম। রানী এবার তার দিকে কিছুটা বাঁকা হয়ে এগিয়ে যান।

রাজা ওয়াংচুক তার ঠোঁটে চুমু দেন। চতুর্দিক থেকে ক্যামেরার ফ্লাশে আলোকিত হয়ে ওঠেন রাজা-রানী। এ ইভেন্টে অংশ নেন ১৩টি দেশের ফটোসাংবাদিক। তারা অবস্থান নিয়েছিলেন মূল মঞ্চ থেকে মাত্র কয়েক গজ দূরে। ওদিকে রাজকীয় ভুটান সেনাবাহিনী গতকালই তাদের রাজা ও রানীকে সংবর্ধনা দিয়েছে।

সেখানে একমাত্র অতিথি ছিলেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। লিংক এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।