বাংলাদেশ সরকারের যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমকে যুক্তরাষ্ট্র সমর্থন করে জানিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, বিচার এমনভাবে করুন যেন তা সারা বিশ্বের মডেল হয়।
গত বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল তিনটায় রাজধানী ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে বাংলাদেশে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন।
হিলারি বলেন, ‘বাংলাদেশকে দেখে বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ’
এ সময় বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার সম্পর্কেও কথা বলেন হিলারী ক্লিনটন।
তিনি বলেন, বর্তমান সরকারের গৃহীত যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বিশ্বে যেভাবে একটি মডেল হিসাবে পরিণত হয়েছে, তেমনি যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে বাংলাদেশ বিশ্বের জন্য আরও একটি মডেল হিসাবে পরিগণিত হবে বলে আমি আশা করি।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো প্রসঙ্গে হিলারির সহযোগিতকা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
জবাবে হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের আইন কানুন অনুসরণসহ সবদিক যাচাই করে যত দ্রুত সম্ভব রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে সর্বাত্মক সহায়তা করা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনে বিশ্বাস করে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
অপরাধীর অপরাধ প্রমাণিত হলে তাকে সাজা পেতেই হবে। সুতরাং রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
বৈঠকে হিলারী ক্লিনটন গ্রামীণব্যাংক প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, গ্রামীণব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সরকার এমন কোনও কিছুই করবে না যাতে গ্রামীণব্যাংক বা এর গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, গ্রামীণব্যাংক ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেলে তা সরকারের জন্য ক্ষতি এবং দেশের জন্যও ক্ষতি।
সুতরাং গ্রামীণব্যাংক যাতে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নেবে।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, খুব শিগগিরই গ্রামীণব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রদানের মাধ্যমেই গ্রামীণব্যাংক যাতে আগের মতো তার কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সব ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে হিলারী ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে তিনি আগামী বছরের মাঝামাঝি যে কোনও সময় বাংলাদেশে ভ্রমণ করবেন বলে জানান।
বৈঠকে রাষ্ট্রদূত আকরামুল কাদের, ডেপুটি মিশন চিফ জসীম উদ্দীনসহ পররাষ্ট্র দপ্তরের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।