আমার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
যখন সামুতে প্রথম জয়েন করি তখন ছাগুদের এতো বেশি দৌরাত্ব ছিলোনা। এখন প্রায় প্রতিদিনই প্রথম পাতা ম্যাঁ ম্যাঁ কলরবে মূখর থাকে। কথা হচ্ছে, ছাগুরা এতো পোস্ট লিখার টপিক পায় কিভাবে! আমি যদ্দুর জানি, ছাগুরা ব্রেইনওয়াশ্ড হয়।
যাই হোক, এখানে একবার ঢুঁ মেরে দেখতে পারেন। দেখুন তো, ছাগুদের কোনো পোস্ট কমন পরে কিনা!
আমি অবশ্য কমন পেয়েছি। ছাগুরা তাইলে কপি পেস্টও মারতে পারে!
রাস্তাঘাটে ঐ লিঙ্ক দেখতে দেখতে অভ্যস্ত, কোনোদিন আর ঐ লিঙ্ক এ ঢুকে দেখা হয়নি। আজ ব্লগার চেনা মানুষ এর উদ্ভট পত্রিকা !!!:-* তে ঢুকে দেখি সেই পরিচিত দৈনিক ছাগুবাণী, যা কিনা বিশ্বের সর্বাধিক পঠিত দৈনিক!
যাই হোক, দৈনিক ছাগুবাণী দেখে ব্যাফক মজা ফাইলাম,আফনারাও মজা নিতে পারেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।