আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বোর নতুন মেয়র

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। কলম্বোর নতুন মেয়র নির্বাচিত হলেন প্রধান বিরোধী দলীয় প্রার্থী - A.J.M. Muzammil . তার দল United National Party (UNP)। তিনি ক্ষমতাসীন ইউপিএফএ জোটের এক মন্ত্রীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন। শ্রীলঙ্কায় বাংলাদেশের মতো পরিবার তান্ত্রিক গণগন্ত্র চালু থাকলেও নির্বাচনের সময় মানুষের খুব বেশী হই চই থাকে না।

সব কিছু স্বাভাবিক। তারপরও দলীয় কর্মীরা যে মারামারি করে না তা নয়। তবে সাধারণ মানুষের হুজুগ থাকে না বললেই চলে। অক্টোবরের ৮ তারিখের নির্বাচনে অনেক দিন পর কলম্বো নতুন মেয়র পেল। এর আগে নির্বাচিত মেয়রকে অপসারণ করা হয়েছিল বছর দেড়েক আগে।

কলম্বো ছোট্ট একটি শহর। এখানে স্থায়ী ভাবে বসবাস করে মাত্র ৬ লাখ লোক। আর প্রায় লাখ দশেক লোক শহরের বাইরে থেকে প্রতিদিন আসে আর যায় চাকরি, ব্যবসা-বাণিজ্য সহ নানান প্রয়োজনে। ফলে কলম্বো অনেক শান্ত একটি শহর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।