আমাদের কথা খুঁজে নিন

   

দূর্যোধনের দৃষ্টিতে অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-১(পাক্ষিক)

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... । অনেকদিন ধরেই ব্যস্ততার কারনে পোস্ট দেওয়া হচ্ছিলনা। পোস্ট অবশ্য বেশ কয়েকটি লেখা হয়েছে কিন্তু শেষ করা হয়নি বলে দিতে পারছিওনা। হঠাৎ করে একটা ভাবনা উকিঁ দিলো, পোস্ট তো সামহোয়্যারইন ব্লগে কম আসেনা...তো সেগুলোর একটি পাক্ষিক সংকলন করলে কেমন হয়? নিজের আলাদা করে বুকমার্ক করা লাগেনা .... আবার পোস্ট না দিয়ে ফাঁকিবাজিও করা হয়ে গেলো ( হাহাহাহ ) । তবে ব্যাপারটা শেষ পর্যন্ত ফাঁকিবাজি হতে পারেনি.... ব্যাপক সময়সাধ্য ব্যাপার!কিন্তু শুরু করেছি যখন শেষ করেই ছাড়বো মনোভাবের কারনে পোস্টটি কমপ্লিট হলো।

পরবর্তীতে আকার অবশ্যই অনেক কমিয়ে আনতে হবে মনে হয় ! আমি নিজে ভালো লিখি বলে বিশ্বাস করিনা ( একেবারে মন থেকে বললাম ) ,তবে ভালো লেখাকে অনুসরন এবং সমর্থন দিতে কোনো কুন্ঠা বোধ করিনা। আর পাঠক একে কপিপেস্ট পোস্টের বিরুদ্ধে একটি প্রয়াস হিসেবেও নিতে পারেন--কোনো আপত্তি নেই ! এটা সম্পূর্নভাবে নিজের কাছে বিগত ২ সপ্তাহে আসা ভালো লাগা পোস্টগুলোর একটি সংকলন। পাঠকদের সবার কাছে গ্রহনযোগ্য হবে কিনা বলতে পারিনা... তবে ভালো লাগারই কথা। আপাততঃ ২ সপ্তাহের (পাক্ষিক) পোস্ট সংকলন লিস্ট করলাম। ভবিষ্যতে এটি মাসিক হিসাবে করার ইচ্ছে রয়েছে।

ওহ হ্যাঁ..... কবিতা খুব একটা ভালো বুঝিনা বলে ক্যাটাগরিতে আনলাম না । তবে পরবর্তীতে অবশ্যই কবিতা বিভাগ যুক্ত করা হবে.... আপাতত কবিদের কাছে ক্ষমাপ্রার্থী। গত ১.১০.২০১১ থেকে ১৩.১০.২০১১ পর্যন্ত আসা পোস্ট থেকে বেছে নেওয়া হয়েছে। আসুন দেখি গত পক্ষের অবশ্যপাঠ্য পোস্ট গুলো :-- রাজনীতি: ■মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এবং আমাদের কিছু আশাবাদ- পারভেজ আলম রম্য: ■বেকায়দা - ৫ ( লোকাল বাস পর্ব )-জিকসেস ■আমার পর্ণবেলা । কঠিনভাবে ১৮+ ।

বাচ্চারা ঘুমুবার সময় হইছে , ঘুমাতে যাও --ধূসরধ্রুব ■পোস্ট গ্রাজুয়েটের জীবন থেকে নেয়া - বাঙ্গাল ■রাজি-র রবীন্দ্র গবেষনা(ফুল ভার্সন): খালেদা, হাসিনা, পারসোনা, ইত্যাদি নিয়ে রবী বাবু যা যা বলে গেছেন - আলিম আল রাজি ■একজন হার্ডকোর ব্লগারের একদিন!!! - প্রজন্ম৮৬ ■আগামী দিনে অ্যাপলের যেসব যুগান্তকারী পণ্য মিস করবেন স্টিভ জবস - ফিউশন ফাইভ গল্প: ■গল্প: বেড়াল- ইমন জুবায়ের ■ছেলেটার একটা ভাবনার ঝুলি ছিলো......- নিশাচর ভবঘুরে ■কফিশপ (প্রথম পর্ব)- ত্রিনিত্রি,নীরব০০৯,রিয়েল ডেমন ■গন্তব্যহীনতার আশ্রয়- মিরাশদার১০ ■প্রাপক- মৃত মজনু মিয়া, গ্রাম-বটবইট্টা, পো.অ.-পাকশী, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর - কবি রাজ ■ব্যারেন্ট সাগরের কান্না (শেষ পর্ব) - জুন ■█████ কথোপকথন█████ রহস্য -রোমাঞ্চ গল্প - নষ্ট কবি ■ক্রীড়া, ক্রীড়াবিদ অথবা ক্রীড়নকেরা - হাসান মাহবুব ■গল্প : দুটো খুন এবং কিছু দু:স্বপ্ন - রেজওয়ান মাহবুব তানিম ভ্রমন : ■বাঙালির মধ্যপ্রাচ্য (৬)- রাশীদ জামীল ■আমেরিকা, স্বপ্নের যেখানে কোনো সীমা নেই--পর্ব ৪ (ভ্রমন পোষ্ট) - ভূকণ্যা সমসাময়িক: ■শহুরে বাচ্চাদের স্কুলের টাইমিং, বাচ্চাদের বিভিষীকাময় দিন শুরু। - পাকাচুল ■শরীয়া আইন- এক অদ্ভুত পবিত্র কালাকানুন এবং মানবতার মুন্ডুপাত! (অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ নিষেধ) - আসিফ মহিউদ্দিন ■দেবী- অগ্নিলা ■অ! - ম্যাভেরিক ■আসিফ মহিউদ্দীনের আটকঃ বাক-স্বাধীনতার পক্ষে গনজোয়ার। - আসিফ মহিউদ্দিন ■মরুর ধুলোয় মুছে ছিলো মুক্তির গান - সবাক ■পারসোনা কিংবা কানিজ আলমাসকে নিয়ে কী করা যায়, কী করা যায় না... - ফিউশন ফাইভ ■পারসোনা ও আসিফ মহিউদ্দিন : মেইন স্ট্রিম মিডিয়া বনাম বিকল্প মিডিয়া - আকাশটালাল ■পারসোনা কেলেংকারী, নতুন আপডেটঃ নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। সকল নিরাপত্তা কর্মকর্তার ও কর্মচারীর নাম ও ছবি প্রকাশের আহবান। - অগ্নিলা ছবিব্লগ : ■"মানছুরা" - পরীক্ষামূলক ২য় ব্লগ ফিল্ম (শেষ পর্ব)- শিপু ভাই ■ছবি ব্লগ : সুইজারল্যান্ড!- প্রজন্ম৮৬ ■কাশফুল..................... - শামসীর ■সোনাদিয়ার পাখি (ফটো ব্লগ ) - সাদা মনের মানুষ ■ছবিব্লগ: ঘুরে এলাম বাংলার তাজমহল - কাঊসার রুশো ■শান্ত শহর ''রোটারডাম''।

(পরিপুর্ন ছবি ব্লগ) - মাহমুদুল হাসান কায়রো ■সাইসা : একটি জাপানী ঐতিহ্যের অংশ -arifce ■ঘর ছেড়ে রাজকান্দি - হাম হাম ঝরনার খোঁজে (২য় পর্ব)- র হাসান ■স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া !! ব্রিসবেন (১) - নাআমি সিনেমা : ■নুরুল আলম আতিকের 'ডুবসাঁতার' - গ্যাব্রিয়েল সুমন ■" ড্রামা " জেনারের কথা এবং আমার কিছু প্রিয় ড্রামা মুভি পরিচালক এবং কিছু মুভি - দিপ ■মুভি রিভিউ: Das Experiment (2001),সাইকোলজিক্যাল থ্রিলার বুঝি একেই বলে - ফেলুদার চারমিনার ■Never Let me go - একটি বেদনাময় মুভিগল্প - কেএসরথি ইতিহাস,প্রবন্ধ ও অন্যান্য : ■মাচু পিকচুর সূর্যকুমারীরা - ইমন জুবায়ের ■পেন্সিল এবং ইরেজার, আপনি কিম্বা …… - আহমেদ জী এস ■স্টালিন গ্রাদের যুদ্ধঃ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই। - তৌফিকতুহিন ■নিউট্রিনো আর তার আলোর গতি ছাড়ায়া যাওয়া অপেরা এক্সপেরিমেন্ট আর কিছু সম্ভাবনা! এইটাও পিজিক্সের আলোকে! - ঊদাসী স্বপ্ন ■মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন। ব্লগ গবেষণা:১ - সামুর পাগল ■জন লেনন - Working Class Hero (সাথে সেরা গানগুলো ডাউনলোড)- কবির চৌধুরী ■ক্রিশ্চিয়ানো রোনালডো, কিংবা একজন অতিমানবঃ "টেস্টেড টু দ্য লিমিট!!" - অনিমেষ হৃদয় ■হুমায়ুন আহমেদের ঈদের বিশেষ নাটক একদিন হঠাৎ (১৯৮৬) - ডাউনলোড লিঙ্কসহ - রাইসুল জুহালা ■গোয়ের্নিকা .......মন্দভাগ্য নিয়েই যে ছবির যাত্রা শুরু - আহমেদ জী এস ■ডিস্কোবান্দরের The Peacekeeper - শামসীর ■যে সব ভাবনায় আচ্ছন্ন আমি- জিসান শা ইকরাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।