বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।
সামহো্য়্যারের সাথে কম করে হলেও প্রায় ২ বছর আছি,আগে অফলাইনে পড়তাম.....পরবর্তীতে বেশ কিছু ব্লগারের মুখফোড় ,ফিউশন ফাইভ ,নাফিস ইফতেখার -এদের লেখা পড়ে রেজিস্ট্রেশন করে ফেলি সামুতে । অনলাইনে আসতে বেশ সময় লেগেছে,কম করে হলেও ৩-৪ মাস......তার প্রধান কৃতিত্ব দেওয়া যায় জানা আপু কে,উনার ম্যানুয়ালী অটোমেটেড সিস্টেমের খপ্পড়ে পড়ে আমাকে ৭ দিনের জায়গায় এতদিন অপেক্ষা করতে হয়েছে !! ( জানা আপু ,পারলে ৭ দিন পর্যবেক্ষন কথাটা পরিবর্তন করে দেবেন...... অবোধ বালকেরা ৭দিনের পর থেকে দিন গোনা শুরু করে )
সে যাই হোক..... ব্লগে কোনো এক বিখ্যাত ব্লগার বলেছিলেন ,'' একবছর পার হলে একজন ব্লগার ফুলপ্যান্ট ব্লগার হয়''----আমি তবে আজ হাফপ্যান্ট খুলে ফুলপ্যান্ট ব্লগার হলাম।
আসার কিছুদিন পর থেকেই দেখলাম আমার অনেক প্রিয় ব্লগারেরা নিয়মিত আসছেন না, তাতে করে মন খারাপ হতো ঠিকই ,তবে নতুন অনেক ব্লগার দুর্দান্ত পোস্ট দিয়ে সামু মাতিয়ে রেখেছেন।
নিজের লেখার ব্যাপারে বলি, আমি রম্য পোস্ট ছাড়া তেমন একটা পোস্ট করিনা,করতেও হয়তো পারিনা।
আমার মনে হয় ব্লগিং ব্যাপারটা একটা ফান...... এখানে অনেকেই আসেন সবার সাথে একটু পরিচিত হতে,মজা করে মনের কষ্ট হালকা করতে। আমি নিজেও বাস্তবের অনেক সমস্যায় থাকি,কিন্তু এখানে আসলেই মনে হয় '' হোয়াই সো সিরিয়াস '' !! যতক্ষন ব্লগে থাকি ততক্ষন একটু হালকা মেজাজে থাকলে লাভ বৈ ক্ষতি কি ?? ব্লগাররা আমার সাধারনমানের রম্যপোস্টগুলো নিয়ে ভুরু না কুঁচকালে আমি খুবই আনন্দিত হই ....... আর খুশী হই যদি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বালসুলভ পোস্টগুলোকে গন্য করেন
গত একবছরে ব্লগে কি কি হয়েছে না হয়েছে,তা নিয়ে বলে পোস্ট লম্বা করার ইচ্ছা নেই,সবাই তা জানে..... তবে গত একবছরে ( মতান্তরে দুই বছরে) যা হয়নি,তা হলো আমার কোনো উপাধি লাভ----- দূর্যোভাদা অথবা দূর্যোছাগু !! আল্লাহর অসীম রহমত রে ভাই !!
সে যাই হোক, গত একবছরে অনেক ব্লগারই তাদের পোস্ট দিয়ে আমাকে তাদের গুনমুগ্ধ করে রেখেছেন,তারা ---
১.মুখফোড় .... রম্যের আড়ালে শক্ত শক্ত খোঁচা দেওয়াতে তার কোন জুড়ি নেই,আফসোস..... তার লেখা এখন সামুতে নাই ।
২.নাফিস ইফতেখার --- এক এবং অনন্য তবে আজকাল তার পোস্টে হিট খাওয়ার গন্ধ পাই
৩.ফিউশন ফাইভ -- পরিপুর্ন ব্লগার বলতে ঠিক যা বুঝি ,তিনি হলেন ফিফা ! ক্যারিকেচারে অনন্য,পোস্ট মানেই ইনফরমেশনে পূর্ন। আগে লোকালটক নামে ব্লগিং করতেন.... এখনও তিনি অবশ্য নিজেকে লোকালটক পরিচয় দিতে চান না !! কেউ কেউ বলে এই নিক ৫ জন ব্যক্তি চালায়,তবে যা কেউ বলেনা....তা হলো, ঐ ৫ জনই আমার পিসি ব্যবহার করে চালায়
৪. ত্রিভুজ --- ওনাকে ব্লগে অনেকেই বিভিন্ন ভুষনে ভূষিত করেছে,তবে ওনার কম্পিউটার রিলেটেড টেকিপোস্টগুলো খুব কাজে লাগে---অস্বীকারের উপায় নেই। এছাড়া তার পোস্টগুলোতে প্রচুর সুত্র ব্যবহার করা হয় ।
ঠান্ডা মাথার জন্যও উনার ভালো সুনাম আছে
৫.অমি রহমান পিয়াল -- এখন অবশ্য উনাকে অনুসরন করে লাভ নেই,তিনি গতবছর সামুত্যাগ করেছেন। ( সে এক বিশাল ক্যাচাল ....... ) মুক্তিযুদ্ধ রিলেটেড পোস্টগুলোর জন্য তিনি অদ্বিতীয়। তবে বিতর্কিত এক সাইটের সাথে তার যোগাযোগ থাকা,বিখ্যাত / কুখ্যাত এ টীম এর সদস্য হিসাবে প্রচন্ড গালিগালাজ করা এবং রগচটা মাথার জন্য তার অবদানও কিছুটা সমালোচিত ।
৬.রাগিব --- উইকিপিডিয়ান,বুয়েটিয়ান ব্লগার রাগিব বেশ কিছুদিন গুগলেও কাজ করেছেন। উইকিপিডিয়াতে মুক্তিযুদ্ধের ইতিহাস অক্ষুন্ন রাখার চেষ্টায় সদা ব্যস্ত।
এখন তার পোস্ট সামু তে বলতে গেলে পাওয়াই যায়না
৭. রাগইমন --- ডাক্তার এই আপুর পোস্টগুলো সবসময়ই খুব চিন্তা-ভাবনা করে যুক্তি দিয়ে লেখা ......তবে লাক্স-চ্যানেল আই ক্যাচালের কথা আমার সারাজীবন মনে থাকবে স্রোতের বিরুদ্ধে দেওয়া তার এক পোস্টে কত কি যে হয়েছিলো !! উনিও এখন সামুতে অনিয়মিত ।
৮.আশীফ এন্তাজ রবি --- নিজের পরিচয় দিয়েছেন--''পার্ট টইম সাংবাদিক,ফুলটাইম ভাবুক'' !!! পোস্টের অনিয়মিয়তায় তাকে পার্ট টাইম সাংবাদিক মনে হয় না । তবে তার লেখাগুলো অবশ্যই ''ভাবুক''মনের পরিচয় দেয়।
৯. শ। মসীর --- ব্লগের অন্যতম প্রাচীন সদস্য,যিনি এখনও তার এনার্জী ধরে রেখেছেন !! হাহাহাহাহা শামসীর ভাই ,চালিয়ে যান
১০.ক্যামেরাম্যান --- ব্লগের আরেজন প্রাচীন সদস্য,ক্যামেরাম্যান তার নিকের মতই ছবিতোলায় খুবই দক্ষ,ছবি তোলাটাকে তার প্যাশন বলতে পারেন
১১.বাঙ্গাল --- কি রসবোধ !! আহা !! আর কি বেশি বলার আছে??
১২.ইমন জুবায়ের ----আরেকজন অলরাউন্ডার ব্লগার ....কি নেই তার ব্লগে?অনেক অনেক কিছু জানা যায় তার পোস্টে ....এত্ত এত্ত তথ্য নিয়ে থাকেন তিনি !! শিখার আছে অনেক কিছু
১৩.লেখাজোকা শামীম --- গল্প কিভাবে বর্ননা করতে হয়,তা শিখতে চাই ...... আমাকে শিখায়েন শামীম ভাই
১৪.বিডি আইডল ---- কানাডাতে শিকড় গজানো এই ভদ্রলোকের মুভি রিলেটেড এবং সাজেশন পোস্টগুলো অসাধারন...... এখনো এমন হয়নাই যে উনি একটা মুভি দেখার জন্য সাজেস্ট করছেন,আর সেইটা ফালতু মুভি হইছে থাম্বস আপ !!
১৫.আমড়া কাঠের ঢেঁকি ---- ফান ফান অ্যন্ড ফান !! বিদ্রুপাত্মক পোস্ট এবং টুকটাক টেকি পোস্ট !!! আমার অনুসারিত তালিকায় উনি কেন থাকবেন না ??
১৬.দারাশিকো ---মুভির জন্য সামহোয়্যারে আরেকজন গুরু !! এর বেশি কিছু বলার আছে?
১৭.সিউল রায়হান --- কুংফু পান্ডা !! সিউল রায়হানের রোকেয়া কিবোর্ড লেআউট প্রগ্রামের খবর এখন কি ?? আপনার এই উদ্যোগ প্রশংসনীয়
১৮.হাসান মাহবুব --- পরাবাস্তব ঘরানার লেখার জন্য অতুলনীয় , আর একই সাথে নতুন ব্লগারদের সাথে বন্ধুসুলভ আচরনের জন্য ।
অনেক নতুন ব্লগারই তাদের প্রথম কমেন্ট পেযেছেন হাসান মাহবুবের কাছ থেকে । তার জবান এখন বন্ধ আছে.....
১৯.আইরিন সুলতানা ---- আইরিন সুলতানা আপা,তার এনটিভি'র পর্দায় এখনো চোখ রেখে আছি কিন্তু
২০.আবদুল্লাহ আল মনসুর ---- সদালাপী ব্লগার,ব্লগের গন-জেডা !! জ্যাডার বিয়া নিয়া অনেকই টেনসিত,এমনকি জ্যাডা নিজেও( যদিও মুখে ভাব ধরে )
২১.জেরী --- ''হাই'' বললেও তার ব্লগ হিটে পূর্ন হয়ে যয় !! ১৮+ পোস্ট দেওয়ার সাহস দেখানো ব্লগার !!!( যদিও সেইটা ৫+ ছিলো )..... ঢংগী পোস্টের প্রবর্তক ( জেন্ডার ভুল বললাম ) ....আর কিছু?
২২.বড় বিলাই --- জঙ্গলে টারজান নিয়ে বসবাসকারী মনুষ্য বিলাই !! আজকাল তার পোস্টগুলো হিন্দি সিরিয়াল দ্বারা অনুপ্রানিত বলে মনে হয় ( এত অল্প অল্প করে কাহিনী বলেন .... ) ...তবে উনি একজন ডাক্তার ,আইডি বিলাই হোক আর যাই হোক
২৩.জানজাবিদ ----ওনাকে প্রায়ই আমার ব্লগে ঘুরতে দেখি,তবে কমেন্ট করেন না আমি কিন্ত তার পোস্ট অনুসরন করি (তবে কমেন্ট করিনা )
২৪.দীপান্বিতা --- মহাভারতের ব্লগীয় বিশ্বকোষ.... সহজ ভাষায় মহাভারতের জটিল বিষয়গুলো তুলে ধরেন,হিন্দুধর্মের এই গ্রন্থটির জানার ব্যাপারে আমার আগ্রহ উনি ভালোভাবেই মিটিয়েছেন
২৫.রাজামশাই --- বাংলার ফুল নিয়ে উনি যে ব্লগার্কাইভ গড়ে তুলেছেন,তার জন্য তার অন্যসব দোষ ( ) মাফ করে দিলাম !!
২৬.নুরুন নেসা বেগম --- বর্ষীয়ান এই ব্লগার আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ
২৭.সায়েম মুন --- ছোটগল্প,কবিতা,ভ্রমন... মোটামুটি কিছুই বাকি রাখেন নাই !! আমিও দেদারসে গিলি ( মন্তব্য করি কম )
২৮.আলিম আল রাজি --- SIZE DOESN'T MATTER CHOPPING WOOD ,কথাটি যেমন সত্য,তেমনি ভালো ব্লগার হবার জন্য বয়স কোনো ব্যাপার না, আলিম আল রাজি তার প্রমান। নিত্যনতুন অভিনব আইডিয়ার জন্য তার বিকল্প খুঁজে পাওয়া শক্ত হবে !
২৯.ফারা তন্বী ---- অপূর্ব তার লেখার হাত ( থুক্কু কিবোর্ড ) ,সহজবোধ্য এবং গতিময়,হাসি এবং কান্না..... সব মিলিয়ে সাবলীল ফারা তন্বী !!
৩০.অন্ধ আগন্তুক --- কবিতা মাথায় সহজে ঢোকেনা, কিন্তু অন্ধ আগন্তুক তা আমার মাথায় মোটামুটি ভালোভাবেই তা প্রবেশ করিয়েছে....আর তার গদ্য গুলো?? সেগুলি আরো অসাধারন !!!!!! এমন লেখা আমার দ্বারা কবে হবে !!
৩১.ম্যাভেরিক --- ম্যাভেরিক,আপনার লেখা আমি মিস করি
৩২.জুল ভার্ন --- সমসাময়িক ঘটনাগুলো নিয়ে তার বিশ্লেষনমূলক পোস্ট গুলো মিস করি,মিস করি তার ভ্রমনমূলক পোস্ট গুলো .... সামহো্য়্যারে এখন মাঝে মাঝে উঁকি দেন
৩৩.পাহাড়ের কান্না ---- পাহাড়ের কান্না ওরফে পাকা !! দুর্দান্ত পাকা এই ব্লগারের কৌতুকময় ছড়াগুলো আমার কাছে বেশ মজার লাগে
৩৪.রেজোওয়ানা --- মাইনাস আন্দোলনের রেসিপি পোস্টের জন্য কুখ্যাত ব্লগার হাউকাউ পার্টির চেয়ারপার্সন হিসাবে ওনার আরেকটি পরিচয়ও পাওয়া যায় !! ভ্রমন কাহিনী থেকে গরুর গোসল-দর্শন, কি নিয়ে লেখেন না উনি???
৩৫.টানজিমা --- পাখি উড়ে গেছে...... খুব খ্রাপ জাতের ব্লগার,খালি মেয়েদের ছবি প্রফাইলে ব্যবহার করে !! টান্জু তুরে মিছাই রে !!
৩৬.জিসান শা ইকরাম --- ব্লগের বর্তমান আড্ডাবাজি পোস্টের মধ্যমনি,ব্লগের বাইরে আড্ডাবাজির অন্যতম উদ্যোক্তা...... আড্ডাই জীবন যার, ব্লগের গন-মামা .....জিসান শা ইকরাম !!আমার অখাদ্য পোস্টেও উনাকে রেগুলার দেখি ধন্যবাদ ( কিছু হিট ধার দিয়েন
৩৭.কালীদাস --- খুবই প্রিয় আরেকজন ব্লগার,যিনি পোস্টের কোয়ালিটিতে বিশ্বাস করেন ,কোয়ান্টিটিতে নয়.... তাই এতদিন পরও তার পোস্টের সংখ্যা খুবই কম !!! ( আমার ধারনা ফাঁকি মারেন ) .... গানের ক্ষেত্রে তার রেকোমেন্ডেশন অনুসরনীয় ।
৩৮.জিকসেস --- খলিল সিরিজ দিয়ে শুরু,ফেসবুক থেকে সামহোয়্যারে। সত্য বলতে প্রথম দিকের খলিল সিরিজ আমার কাছে খুব দূর্বল মনে হয়েছিলো,তবে দিন দিন তিনি দারুন শক্তিশালি লেখক হয়েছেন।
ক্রিকেটে তার স্মৃতি অসাধারন,ফেসবুক আর সামহোয়্যার মিলিয়ে মাল্টিডাইমেনশনাল একজন ব্লগার ।
৩৯.কাঊসার রুশো --- সিনেমা নিয়ে তার অ্যানালাইটিকাল পোস্টগুলো দারুন সুখাদ্য ..... এছাড়া কার্লোস রেগাদাসকে নিয়ে তার লেখা সিরিজটা সিনেমা প্রিয়দের অবশ্যপাঠ্য ।
৪০.কুঁড়ের বাদশা --- নামেই কুঁড়ে,কিন্তু সামহোয়্যারের সকল রেজিস্টার্ড নিক নিয়ে তার তৈরি ডাটাবেস দেখলে তা আর মেনে নেওয়া যায় না এছাড়াও টুকটাক টেকি,ছবি,১৮+ ..... কুঁড়ে হলেও সবই করেছেন !!!
৪১.মুনতা --- সব ধরনের পোস্টেই তিনি আছেন,যাকে বলে পাঁচমিশালী
৪২.রাজসোহান --- 'পুত্তুম পিলাস' এর জনক রাজসোহান ওরফে রাঝাঁস !! খুব অল্পসময়েই জনপ্রিয়তার শিখরে চলে গেছেন,আজকাল তিনি দেখছি পরাবাস্তব গল্প লেখায়ও ঝুকেছেন। ব্লগের সবারই খুব স্নেহের ব্লগার ।
৪৩.গরম কফি --- নিকটাই কেমন আপন লাগে ,তাই না?? ব্লগার গরম কফির ভাষ্যমতে আমিই একমাত্র ব্লগার......যাকে উনি গরম কফি অফার করেছেন !! থ্যাংকস অ্যাগেইন !!
৪৪.রুদ্রপ্রতাপ --- ওরফে স্বপ্নকথক,ওরফে কুমিরবাবা !!! চান্স পাইলেই আলুপোড়ামূলক পোস্ট অবতারনা করেন এবং সবাইকে আমন্ত্রন জানান !!! (ফান করলাম )
৪৫.জুন --- ওরফে জুনাপা !!! মিশরীয় ভ্রমনকাহিনী এত্ত সুন্দরভাবে বর্ননা করেছেন ..... তাকে মোটামুটি ভ্রমন-পাগলই বলা যায় !মিশর,চীন,ইটালি,মালয়েশিয়া ছাড়াও নিজের দেশ নিয়েও লিখেছেন।
শুধু ভ্রমনকাহিনীই নয়,তার লেখা গল্পগুলোও পড়ে বেশ ভালো লেগেছে ।
৪৬.বিপ্লবী স্বপ্ন --- বিপ্লবী চেতনার ব্লগার,আজকাল দেখছি মুভি নিয়ে লেখালেখি শুরু করেছেন
৪৭.পরিবেশবাদী ঈগলপাখি ---- গেলো রোজার মাসে সেহরীর সময় সামহোয়্যারে ৯.৯ মাত্রার একটা ভুমিকম্প হলো,যার শুরুটা ধরিয়ে দিয়েছিলেন এই ঈগলপাখি !!!! সমঝদারো কে লিয়ে ইশারাহি কাফি
৪৮.দুখী মানব --- রিয়েল অ্যাডভেন্চারার ইন সামহোয়্যার ..... তার পোস্টগুলো দেখলেই বুঝতে পারবে যে কেউ। তার পোস্টগুলো পড়লে মনে হবে এখনি ছুটে যাই ......কি আছে আর জীবনে !!
৪৯.শূন্য উপত্যকা --- এত খাটাখাটনি করে পোস্ট লিখেন কিভাবে ??? অসাধারন ,একেবারেই অসাধারন,নবীন হলেও আপনি এখনি পরিপূর্ন ব্লগার !!
৫০.ডেইফ --- বয়স কম,কিন্তু উনিও পরিপক্ক এখনি। এত গুরুগম্ভীর কোনো লেখা এত কম বয়সী কেউ লিখতে পারে,ধারনাই করা যায় না । খুবই দক্ষ লেখনি,বেশ ভালো লাগে।
৫১.মাহী ফ্লোরা --- জনপ্রিয়তা কত প্রকার ও কি কি.... মাহী ফ্লোরা বেশ ভালভাবেই উপভোগ করছেন,খুব অল্পসময়েই জনপ্রিয় এই ব্লগার দারুন মিশুকও বটে !! তার সুগভীর চিন্তাধারার লেখনি পাঠককে ভাবাবেই
৫২.অদৃশ্য সত্তার বাক্যালাপ --- খুব গুরুগম্ভীর মনে হলেও আমার অখাদ্য ফানপোস্টেও এনাকে দেখা গিয়েছে !! এইরকম ভারী লেখালেখি করা আমার ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলাবেনা
৫৩.আহাদিল --- ফটোওয়াক-এর নাম শুনেছেন?? তাহলে নিশ্চয়ই আপনি ব্লগার আহাদিলের নামও জানেন,আর কিছু বলা লাগবে ?? ব্লগ লেখার পাশাপাশি ছবি তোলায়ও দারুন পারদর্শী !!
৫৪.কূপমন্ডুক --- নামেই যার পরিচয় !!! নাহ ঠিক তা নয়,নিকের ঠিক উল্টোটি হচ্ছেন তিনি
৫৫.জীবনানন্দদাসের ছায়া --- লোকজন তাকে অন্য নামে ডাকে,ব্যাপারটা উনি এন্জয় করেন কিনা জানিনা,তবে তার হাত বাড়িয়ে দেওয়াটা ভালো লাগে বড়ই উপকারমনস্ক ব্লগার ।
৫৬.কাঙাল মামা --- লিস্ট তৈরি করতে করতে মনে হচ্ছিলো,কার নামটা যেন বাদ বাদ লাগছে...... নাহ!! কাঙাল মামা ছাড়া কিভাবে লিস্ট কমপ্লিট হয়?? বলতে ভুলেই গিয়েছিলাম,পুরনো যেসব ব্লগারের লেখা আমাকে টানতো,তাদের মাঝে কাঙাল মামাও আছেন
লিস্ট বড় বড় লাগছে?? কিছু করার নেই,সবাইকেই পারলে অনুসরন করতাম
এছাড়া আরো অনেক ব্লগার আছেন যাদের লেখা পড়তে আমার ভালই লাগছে .... সাধারনমানুষ ,ছাইরাছ হেলাল (মামা) ,শেখ মিনহাজ হোসেন ,নষ্টছেলে ,এন ইউ এমিল ,স্বাধীনতার বার্তা ,পোস্টপেইড ,অপ্রয়োজন ,অ্যামাটার ,রাজিন (আরেক মুভিখোর),হুপফুলফরইভার ,শেখ আমিনুল ইসলাম (এই লোকের রিভিউ আমি আগে ক্যামনে মিস করলাম!!),তায়েফ আহমাদ ,আধারে অপ্সরী ,ইউনুস খান ,দাসত্ব ,সাদাকালোরঙিন ,ফাইরুজ ,কাঠের খাঁচা ,ত্রিশোনকু ,সীমানা পেরিয়ে ,কবির চৌধুরী,শায়মা ,দি ফ্লাইং ডাচম্যান ,পুরাতন ........... এবং আরো অনেকে ......
সবশেষে ধন্যবাদ জানাই জানা এবং আরিল দম্পতিকে.... আমাকে এবং আমার মত আরো অনেক ব্লগারকে বাংলাভাষায় ব্লগিংএর সূচনা করানোর জন্য
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।