বানরের উপদ্রবে অতিষ্ঠ ছিল গ্রামবাসী। ওই গ্রামে হঠাৎ একদিন আগমন ঘটাল এক অচেনা লোকের। লোকটি ১০ টাকা দামে গ্রামের বানরগুলো কিনে নেওয়ার ঘোষণা দিল। গ্রামের লোকজন হুমড়ি খেয়ে পড়ল বানর ধরতে। তারা বানর ধরে ধরে ওই অচেনা লোকের কাছে বিক্রি শুরু করল।
মাঠের কাজ ফেলে এভাবে প্রায় ২০০ বানর ধরে ওই অচেনা লোকের কাছে বিক্রি করল। লোকটি বানর কিনে খাঁচায় পুরে রাখল। এরপর গ্রামে বানরের সংখ্যা কমে গেল। লোকটি ২০ টাকা দরে বানর কেনার ঘোষণা দিল। এভাবে আরো ৩০টি বানর কিনতে সক্ষম হলো।
এরপর গ্রামে আর কোনো বানর খুঁজে পাওয়া গেল না। অচেনা লোকটি ৫০ টাকা দরে বানর কেনার ঘোষণা দিল। এ সময় আরেকজন অচেনা লোক হাজির হলো ওই গ্রামে। সেই লোকের কাছে সে ৩৫ টাকা দরে দুটি বানর বিক্রি করল। নতুন অচেনা লোকটি ওই গ্রামের একজনের কাছে সেটা ৪০ টাকা দরে বিক্রি করল।
গ্রামের লোকটি সেটা আবার প্রথম অচেনা লোকের কাছে ৫০ টাকা দরে বিক্রি করে দিল। দ্বিতীয় লোকের কাছ থেকে এভাবে ৪০ টাকা দরে বানর কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ল গ্রামবাসী। প্রথম অচেনা লোকের কাছ থেকে দ্বিতীয় লোকটি সব বানর কিনে নিল ৩৫ টাকা দরে। দ্বিতীয় লোকটির কাছ থেকে ৪০ টাকা দরে গ্রামবাসী একে একে সেই ১০ টাকা দামের বানরগুলো কিনে নিল। এর পর তারা যখন সেটা প্রথম অচেনা ব্যক্তির কাছে বিক্রি করতে গেল_তাকে আর খুঁজে পেল না।
দ্বিতীয় অচেনা ব্যক্তিকে খুঁজতে গিয়ে দেখে সেও নেই। গ্রামটি আবার বানরময় হয় উঠল।
টানা দরপতনে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল মঙ্গলবার যখন ঢাকা স্টক এঙ্চেঞ্জের সামনে বিক্ষোভ করছিলেন, তখন অনেকটা নিভৃতে দাঁড়িয়ে মিজানুর রহমান নামের এক বিনিয়োগকারী তাঁর মতোই দেউলিয়া আরেক বিনিয়োগকারী কামাল হোসেনকে গল্পটি শোনাচ্ছিলেন। মিজানুর রহমান লেনদেন করেন এনসিসি মার্চেন্ট ব্যাংকে। কামাল ব্রাক ইপিএলে।
মিজানুর রহমান বললেন, 'আমরা সবাই গ্রামবাসী। আর অচেনা লোক দুজন বাজারের কারসাজি চক্র। যার সঙ্গে জড়িয়ে গেছে বাজার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অনেক খ্যাত-বিখ্যাত প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম। ' জনাব কামাল বললেন, আবার অচেনা লোকগুলো গ্রামে ফিরবে, সেদিনই হয়তো বানরগুলো বিক্রি হবে। জনাব মিজান বললেন, তারা আর কোনো দিন ফিরবে না।
পাশ থেকে এ গল্প শুনে কালের কণ্ঠের এক প্রতিবেদক এগিয়ে যান দুই বন্ধুর কাছে। এ প্রতিবেদককে মিজানুর রহমান বললেন, 'ভাই, বাজার কি কখোনো আর ফিরবে না। আর যারা আমাদের কাছে বানরগুলো বিক্রি করল, তাদের কি কোনো ঠিকানা নেই?' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।