সকাল ১১ টায় সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হওয়ার পর ফের তা পতনে রূপ নিয়েছে। দুপুর সাড়ে বারোটায় পতন অব্যাহত রয়েছে। এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ডিএসইতে দুপুর সাড়ে বারোটায় ব্রড ইনডেক্স কমেছে ১৮ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকার।
এদিকে টাকার পরিমাণে লেনদেন কিছুটা শ্লথ গতিতে চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৯০ মিনিটে ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮১ পয়েন্টে। এ সময় মোট ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ১৩৯টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৬২ কোটি ৫০ লাখ টাকার।
দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮১৩২ পয়েন্টে।
এ সময় মোট ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকার।
লেনদেনের ৬০ মিনিটে ডিএসইতে ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪২২৩ পয়েন্টে। এ সময় মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।
এর মধ্যে দর বাড়ে ১৫৩টি, কমে ৭০টি আর অপরিবর্তিত থাকে ২৩টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয় ১১৪ কোটি ১০ লাখ টাকার। সিএসইতে দেড় ঘন্টায় সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮২০২ পয়েন্টে। এ সময় মোট ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৮৪টির, কমে ৬৮টির আর অপরিবর্তিত থাকে ১৭টি কোম্পানির শেয়ারের।
মোট লেনদেন হয় ১৭ কোটি ৪০ লাখ টাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।