অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....
বাজার যখন ফুঁসে অগ্নি
করুন দাদা শেয়ারে লগ্নি,
বিনিয়োগে ভয় কিসের আবার?
এযে আমাদের নিজের বাজার।
দেখ ভালে আছি আমরা
কারসাজি সেতো চলবে না।
ভুলে যান ৯৬ এর কথা
ও নিয়ে মাথা ঘামাবেন না।
সোনার বাংলার ডিজিটাল দেশে
বাজার চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে,
লাভের ননী খেয়ে গোয়ালারা চম্পট
জনগন বেপোরোয়া ভন্ড কপট।
ধরো তাদের, বেটাদের সাহস কতো?
রাস্তায় নামে বাড় বেড়েছে বড়।
বাজার নিয়ে রাজনীতি নয়,
শুধু কেনো করছেন ভয় ?
যা পড়ার তাতো পড়েই গেছে
চেঁচালে কি বাজার জাগবে?
রাস্তায় না নেমে দাদারা ধৈর্য ধরুন,
বসে বসে বাজারের পতন দেখুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।