আমাদের কথা খুঁজে নিন

   

Inline gOOGLe Bengali Dictionary: যে কোন ভাষার ওয়েবসাইট পড়ুন

আমি বেঁচে আছি আমার ভালো লাগাগুলোকে নিয়ে গুগলের ইনলাইন ডিকশনারী(ওয়েবসাইটে যে কোন ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে অর্থ দেখা যায়) প্রায় সবসময় আমি ব্যবহার করতাম । কিন্তু গুগলের বাংলা ট্রান্সলেশন চালু হওয়া সত্বেও কেন ইনলাইনে বাংলা শব্দার্থ দেখা যাবে না তা চিন্তা করে মহা বিরক্ত ছিলাম । শেষ পর্যন্ত গুগলের ইনলাইন ডিকশনারীর স্থান বিশেষে কোড করেই নতুন এই ফ্রি ক্রোম এক্সটেনশনটা বানিয়ে ফেললাম আজ বিকেলে । ক্রোম ওয়েব স্টোরের bit.ly/13jFgW3 এই লিংক এ গিয়ে Add to Chrome এ চাপলেই ইন্সটল হয়ে যাবে । গুগল ক্রোমের ব্রাউজার URL লেখার জায়গার ঠিক ডান পাশে "অ" লেখা একটা আইকন দেখা যাবে ।

যেখানে চাপলে ইনপুট বক্স আসবে । যাতে শব্দ লিখে কিংবা কপি পেস্ট করে Define বাটন চাপলে বাংলায় ট্রান্সলেটেড হয়ে দেখাবে । অথবা যেকোন টেক্সটে ডাবল ক্লিক করলেই হলুদ বাবল বক্সে বাংলা শব্দার্থ দেখতে পারবেন । প্রায় যে কোন ভাষার ওয়েবসাইটেই এই এক্সটেনশনটি কাজ করবে। যারা বিদেশী ওয়েবসাইটে প্রায়ই যান, তাদের অনেক কাজে লাগবে আশা করছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।