আমি আমার নিজেকেই খুঁজে বেড়াই, আমার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে :) 1.....দুনিয়ার সবচে আজাইরা প্রশ্ন
১| মাঝরাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়ে- দোস্ত ঘুমাইছস?? উত্তর-না না,আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহ বন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম।
২| সিনেমা হল এ -আরে দোস্ত এখানে কি করিস ? উত্তর-আমি সিনেমা হল এ পপ কর্ণ বেচি,খাবি?
৩| বাস এ -(পা মাড়িয়ে)সরি ভাই ব্যাথা পান নাই তো? উত্তর-না ভাই,ব্যথা পাব ক্যান? আমার পায়ে লোহা বান্ধা আছে। আর একবার পাড়া দেন প্লীজ ।
৪| টী এন্ড টী ফোন এ কল করে-দোস্তো তুই কোথায় ? উত্তর-আমি মার্কেট এ। টি এন্ড টীফোন টা আমার গলায় ঝুলায় রাখছি।
৫|চুল ছোট দেখলে-কিরে চুল কাটছিস নাকি? উত্তর-না না চুল কাটিনাই। এখন শীতকাল তো, গাছের পাতা ঝরারসাথে সাথে আমার চুল নিজে নিজে ছোট হয়ে গেছে।
2.... বাঘ বাঘিনী কে KISS করতে চাচ্ছিলো!!
বাঘিনী অতি সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে দেখল। ।
বাঘ জিজ্ঞেস করলো, "কি খুঁজছো, জান??"(!LOL!)
...
বাঘিনী বললঃ
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"খুঁজতেছি, আশেপাশে DISCOVERY CHANNEL এর কোনও CAMERA আছে কিনা!! শালারা একটুও PRIVACY রাখে নাই"!!
3....এক পুলিশ অফিসার মোটেই আর্মি সহ্য করতে পারে না।
আর্মির কাউকে দেখলেই সে চান্সে থাকে কিভাবেপচানো যায়।
একদিন তার সামনে পড়লো আর্মির এক সিপাহী।
পুলিশ তখন বলল- কি হে , শুনলাম তোমরা যখন টানা কয়েক বছর বিদেশে থাকো, তারপর দেশে ফিরে দেখ তোমাদের বউ-এর কোলে নবজাতক সন্তান। সত্য নাকি ?
সিপাহী কিছু বলল না।
পুলিশ- তা তোমরা ঐ সব অবৈধ বাচ্চাগুলো নিয়ে কি করো ?
.
… .
.
.
.
.
.
সিপাহীর উত্তর- কি আর করি, বড় হলে নিয়ে গিয়ে পুলিশে ভর্তি করিয়ে দেই।
4....এক প্রবীণ শান্ত মেজাজের ভদ্রলোক হঠাত্ খেপে গিয়ে বাসে এক ভদ্রমহিলার মাথায় গাট্টা মারলেন। এ নিয়ে আদালতে মামলা উঠেছে।
বিচারক বললেন, ‘আপনাকে দেখেশুনে তো মনে হয়না আপনি এমন বাজে কাজ করতে পারেন। কিন্তু বাসের সবাই সাক্ষী। এ কাজ আপনি করতে গেলেন কেন?’
অভিযুক্ত ভদ্রলোকটি বললেন, ‘হুজুর, শুনুন তবে কেন এমন স্বভাববিরো ধী কাজটা করেছি।
ভদ্রমহিলার সামনেই দাঁড়িয়ে ছিলাম আমি। বাসটা যাচ্ছিল মতিঝিল থেকে মিরপুর। সিটে বসেই তিনি হাতের বড় ব্যাগটা খুললেন, তা থেকে একটা ছোট ব্যাগ বের করলেন। তারপর বড় ব্যাগটা বন্ধ করে ছোট ব্যাগটা খুললেন উনি। তা থেকে একটা ১০ টাকার নোট বের করে ছোট ব্যাগটি বন্ধ করলেন।
তারপর বড় ব্যাগটি খুলেছোট ব্যাগটি তার ভেতর পুরে বড় ব্যাগটি বন্ধ করলেন। কন্ডাক্টর ইতিমধ্যে দূরে সরে যাওয়ায় ভদ্রমহিলা আবার বড় ব্যাগটি খুললেন, ছোট ব্যাগটি বের করলেন। বড় ব্যাগটি বন্ধ করলেন, ছোট ব্যাগটি খুলে টাকাটা ছোট ব্যাগে পুরলেন। তারপর ছোট ব্যাগটি বন্ধ করলেন, বড় ব্যাগটি খুললেন—!’
বিচারক অধৈর্য হয়ে বললেন, ‘কী একশবার ছোটব্যাগ-ব ড়ব্যাগ, বড়ব্যাগ-ছো টব্যাগ করছেন!ইয়ার্কি পেয়েছেন?’
অভিযুক্ত লোকটি বলল, ‘হুজুর, আপনি দুই মিনিট শুনেই ধৈর্য হারিয়ে ফেললেন? ঝাড়া আধঘণ্টা ধরে দুই শত একত্রিশ বার চোখের সামনে এই জিনিস দেখার পর আমি গাট্টাটা মেরেছি। ’
বিচারক রায় দিলেন, ‘কেস ডিসমিসড।
’
(কালেক্টেড) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।