আবুল সাহেবের ছেলে তাকে বলছেঃ
আচ্ছা বাবা ধর,
তুমি সকালে হাঁটতে বের হয়েছ,
পার্কের নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছ. . . . . .
এমন সময়
তুমি দেখলে রাস্তার মাঝে একটা চকচকে নতুন
একশ টাকার নোট,
একটা পুরনো পাঁচশ টাকার নোট আর
একটা আরও পুরনো এক হাজার নোট
পড়েরয়েছে, তুমি কোনটা তুলে নেবে??
।
।
।
।
আবুল সাহেবঃ উম্ম্ম. . . . .
এক হাজার টাকার নোট, পুরনো হলেও
টাকা তো টাকাই!!
ছেলেঃ এই জন্যই মানুষ
তোমারে নিয়া জোকস বানায়!
তিনটাই তো নিতে পার!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।