"...ইন দ্যা মিডেল্ অভ সেপ্টেম্বর, সামারস্ নেভার লুক দ্যা সেইম" Click This Link শিশুটির ছবি সহ দেয়া হল। সাউথ আফ্রিকার কোন এক শহরে এ শিশু টি কে ডাস্টবিনে পরে থাকা অবস্থায় পাওয়া যায়...শিশু টিকে শত শত পিপড়া খাচ্ছিলো আর ১০টা পরিতেক্ত খাবার এর মত মনে করে। পরে পরিচ্ছন্ন কর্মীরা শিশু টিকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়...এবং ঈশ্বরের অশেষ কৃপায় এ শিশু টি সুস্থ হয়ে ওঠে । আমার প্রশ্নটি কাকে করবো বুঝতে পারছি না। এ কেমন মা যে সে তার নবজাতক কে ডাস্টবিনে ফেলে যায়??? আমরা তো মা'র অন্য রুপ ই দেখেছি..কিন্তু কাহিনীর সাথে মেলাতে পারছিনা !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।