আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করছিল ডেকসিসুদ্ধ মাছগুলি ডাস্টবিনে ছুড়ে ফেলি।



কাল অনে... ... ... ... ... ... ...ক যত্ন করে আমাদের জাতীয় মাছ ইলিশ পাক করলাম। ভেবেছিলাম খুব স্বাদ হবে। খুব মজা করে খাব। হাতের অন্যান্ন কাজ সেরে খুব আয়েশ করে খেতে বসলাম। তেঁতুলের মত দেখতেই জিব দিয়ে পানি বেরিয়ে আসে।

তো যেইনা মাছ মূখে দিলাম - ওমা একি!!! কি মূখে দিলাম!!! ভাবলাম ভুলে হয়ত অন্য কিছু মূখে দিছি। মূখ থেকে বের করে মাছখানা দেখলাম , আরে না ! মাছইতো। কিন্তু এত্ত বিদগুটে কেন????? মনে হচ্ছিল যেন মাটি মূখে দিলাম। আরে আমাদের দেশের মাটিও তো মনে হয় এর চেয়ে অনেক মজার। সে সময় (শিশুকালে) কম খাইছি নাকি?? এত যত্ন করে রান্না করা ইলিশ মাছের টেস্ট গেল কই???? সকাল থেকেই বসের ঝাড়ি খাইতে খাইতে ---- বাসায় এসে আবার দেড় ঘন্টা গাধার খাটুনি খেটে যদি একটু ভাল করে খাইতে না পারি তাহলে কেমন লাগে?? মাথার মেজাজটাই গেল খারাফ হয়ে।

ইচ্ছে করছিল পুরা ডেকসিসুদ্ধ মাছগুলি ডাস্টবিনে ছুড়ে ফেলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.