পানছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, রোববার ভোরে উপজেলার তাপিতা পাড়া এলাকায় হামলার মুখে পড়েন অরুণ কান্তি চাকমা (৪০)।
এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছে জনসংহতি সমিতি (সন্তু লারমা)।
তবে এ ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন ইউপিডিএফ-এর মিডিয়া সেলের প্রধান নিরন চাকমা।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল ‘সশস্ত্র সন্ত্রাসী’ ভোরে অরুণের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে পালিয়ে যায়।
“নিহত অরুণ জেএসএস এর সন্তু লারমা গ্রুপের সমর্থক। তিনি পানছড়িতে খ্রিস্টান ধর্ম প্রচারকের দায়িত্ব পালন করতেন।”
এ নিয়ে গত দুসপ্তাহে পানছড়িতে ৫ জন খুন হলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।