তবলছড়ি ইউনিয়নের মাদ্রাসা পাড়া থেকে গ্রেপ্তাররা হলেন পানছড়ির উল্টাছড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. নুরজ্জামান (২৫) এবং তাইন্দং ইউনিয়নের দক্ষিণ আচালংয়ের প্রয়াত মোহর আলীর ছেলে জয়নাল আবেদিন (২০)।
এদের মধ্যে নুরজ্জামান পানছড়ি শিবিরের আহ্বায়ক এবং জয়নাল শিবিরের জেলা সদস্য বলে নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) শেখ মিজানুর রহমান।
এসপি বলেন, ১৫/২০ জন শিবিরকর্মী গোপন বৈঠক করছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান।
নাশকতার উদ্যেশ্যে শিবিরকর্মীরা মাদ্রাসায় জড়ো হচ্ছিলেন বলেও জানান পুলিশ সুপার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।