আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা গানের শ্রোতাদের জন্য আজ আরও কিছু দুর্লভ গান প্রকাশ হলো

"মনে করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই আর কেউ" (কুমার শানু) অথবা "বৃষ্টির পরে রোদ যেমন চমক লাগে আকাশে দেখে " তপন চৌধুরী ও দিতির কণ্ঠের এই গানসহ চমৎকার গান যারা এতদিন ধরে সংগ্রহ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে খুঁজে ক্লান্ত ও হতাশ হয়ে গেছেন তাদের জন্য সুখবর হলো দুর্লভ ও অসাধারণ সব বাংলা গানের সেরা সংগ্রহে ভরা বিশাল ভাণ্ডার RaDiO bg24 আজ তা শ্রোতাদের জন্য প্রকাশ করেছে। এছাড়া আজ জেমস, আইয়ুব বাচ্চুর কণ্ঠের অতি দুর্লভ ও কোথাও না পাওয়া "আমি বহুরূপী " ধুলো মাখা পথ " গানসহ পলাশ এর খুব চমৎকার ও দুর্লভ গান "ব্যস্ত নগরী" গানটিও প্রকাশ করেছে। তাহলে এবার আর দেরি না করে আপনার খুঁজে না পাওয়া প্রিয় গানগুলো গরম গরম এখনই সংগ্রহ করে নিন নিচের দেয়া লিংক এ লাইক দিয়ে এক্ষুনি। https://www.facebook.com/kokbd24

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.