আমাদের কথা খুঁজে নিন

   

Religious Business

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । পরাবাস্তবতা , ভাবুকতা যখন বাস্তবতা কে পাশ কাটিয়ে চলার চেষ্টা করে তখন তা ভন্ডামি ছাড়া আর কি ? শ্রম বিমুখ - ফাকিবাজ ধুরন্দর টাইপ লোকজন আধ্যাতিকতার নামে ধর্ম ব্যাবসা করে । নিজেকে বিশেস কিছু মনে করা থেকে ভন্ডামির যাত্রা শুরু । যথেষ্ঠ গবেষনা করেই আমি এমনটি বলছি । নির্লিপ্ত - মায়ামুক্ত হওয়ার চর্চা শেখান হয় আধ্যাতিকতায় ।

আধ্যত্তবাদিরা বিশন্ন রোগি ছাড়া আর কিছু না । আধুনিক মনো-বিগ্যানে "সন্ন্যাস রোগ" নামে একটি রোগও আছে । আমি তিব্র বিরোধিতা করি এ ধরনের মানবতা বিরোধি কর্মকান্ডের । রুমি অনেক বিখ্যাত সাধক হতে পারেন কিন্তু আমার কাছে বিখ্যাত আমাকে যে রিকশা আলা বয়ে নিয়ে যাচ্ছে সে , সেই আমার আরাধ্য প্রভু - তার জন্নেই আমার বিনয় -আমার শ্রদ্ধা , শিশুদের নিস্পাপ চাহনিতেই আমার প্রভু , আমার প্রভু পিতা - মাতার পদ প্রান্তে আমার সেজদা । প্রেয়সির অক্রিতিম ভালোবাসায় প্রভু ভালোবাসা হয়ে রিদয় ছুয়ে যায় আমার ।

সার্বজনিন প্রেম আশির্বাদ হয়ে আমার অস্তিত্ব ধরে রাখে সব সময় । তাই সব প্রানে আমার মহা মায়া – আমি আধাতিকতার ধ্যানের মায়া মুক্তির ফাদে পা দিয়ে , ভালোবাসার মহা স্রোত কে অস্বিকার করতে পারি না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।