জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, কোটা ব্যবস্থা চালু থাকায় শিক্ষিত মেধাবী বেকারের সংখ্যা বাড়ছে এবং মেধাবী ছাত্র-যুবকদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি ও তাদের প্রাপ্য ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা যে কোন নাগরিকের সাংবিধানিক অধিকার। জাতির মেধাবী ছাত্ররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। মামলা দিয়ে ও গ্রেফতার অভিযান চালিয়ে তাদের ন্যায় সঙ্গত আন্দোলন দমন করা যাবে না। তিনি বলেন, আন্দোলনকারীদের যুক্তিসঙ্গত দাবি বিবেচনায় না নিয়ে পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালানো অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা মনে করি, দক্ষ ও যোগ্য প্রশাসনিক নেতৃত্ব গড়ে তোলার জন্য কোটা পদ্ধতি বাতিল হওয়া দরকার। -প্রেস বিজ্ঞপ্তি Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।