আমাদের কথা খুঁজে নিন

   

রাজউককে হটিয়ে দেশসেরা আইডিয়াল

প্রথম স্থান দখল করা আইডিয়াল স্কুলের মোট পয়েন্ট ৯৬ দশমিক ৭৫।
দ্বিতীয় স্থানে ৯৫ দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে ভিকারুননিসা নূন স্কুল, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ৯৪ দশমিক ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ৯১ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
রাজধানীর বাইরে বাইরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ৯৫ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ৯৪ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে কুমিল্লা জিলা স্কুল পঞ্চম, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় ৯১২ দশমিক ৮২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ, রাজশাহীর বগুড়া জিলা স্কুল ৯২ দশমিক ৩৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে।
৯১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বরিশাল ক্যাডেট কলেজের সঙ্গী হয়েছে রাজশাহীর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
এ ছাড়া ৯০ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে রাজশাহী বোর্ডের বগুড়া গার্লস হাই স্কুল।


বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরো ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
২০১২ সালে সেরা দশে স্থান করে নিয়েছিল ঢাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান। সেবার ৯৭ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমস্থান দখল করে।

আগেরবারও ৯৫ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে দেশসেরা ছিল এ শিক্ষা প্রতিষ্ঠান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।