আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা ব্যালন ডি’অরে চোখ রিবেরির

ফরাসি এই উইঙ্গার মনে করেন, এবার যদি তিনি এই স্বীকৃতি না পান তাহলে জীবনে আর কখনোই পাবেন না।
ক্লাব সতীর্থ টমাস মুলার, আরিয়েন রোবেন এবং মারিও মান্দুজুকিকের সঙ্গে এ বছরের উয়েফা সেরা খেলোয়াড়ের দশজনের সংক্ষিপ্ত তালিকায়ও মনোনীত হয়েছেন রোবেন।
তবে শুধু ইউরোপের সেরা নয়, রিবেরির মতে ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার জন্যে প্রয়োজনীয় সবকিছুই তিনি করেছেন।
লক্ষ্যপূরণে আত্মবিশ্বাসী ও আশাবাদী রিবেরি বুন্দেসলিগার অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, “আমার মনে হয়, বিশ্বসেরা খেলোয়াড় হতে যা যা প্রয়োজন তার সবকিছুই আমি করেছি।”
“গত মৌসুমে আমি খুব, খুব ভালো খেলেছি। তাই এই পুরস্কার এবার জিততে না পারলে আর কখনোই পারবো না। এর চেয়ে ভালো খেলা আমার পক্ষে সম্ভব নয়।”
২০১২-১৩ মৌসুমে ৩০ বছর বয়সী এই তারকা বায়ার্নের হয়ে মোট ৬০ ম্যাচ খেলে ১৬টি গোল করার পাশাপাশি ২৪টি গোল করিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.