আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা ওয়াল্ড কাপ,

ভালবাসি মানুষ,,,,,,,,,,,, চাই মানুষের ভালবাসা

খুব কাছ থেকে দেখে এলাম ফিফা বিশ্বকাপ , বিরল সম্মানের এই কাপ ছুয়ে বিপাকে পরলেন ভারতের রাজ্য সরকার ও ক্রীড়া মন্তী,, গত ১৫/০১/২০১০ তারিখ কলকাতার এস্তানিয় এক টি হোটেলে কোকাকোলার সৈজন্যে আয়জন করা হয় ফিফা ওয়াল্ড কাপ ট্রুর। এই ট্রুরে বাংলাদেশ থেকে সাত জন আমন্ত্রন পেয়েছে তার মধ্যে আমি ও এক জন ছিলাম, এত কাছ থেকে ওয়াল্ড কাপ আমি দেখছি যা আমার নিযের কাছেই বিষ্বশ হয়না, আমি বেশ কিছু ছবি তুল্লাম , কিন্তু অবাক হলাম যখন দেখলাম ফিফার অনুমতি প্রাপ্ত নয় এমন লোক যখন কাপের গায়ে হাত দিয়েছে, এটা কি শুদু ভারতের মন্তী বলে পার পেয়ে যাবেন, নাকি সামনে আই সি সি ওয়াল্ড কাপ তারা পাবেন এই আশায় আগেবাগেই ছুয়ে দেখলেন মন্তী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.