জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক আমি বিশ্বাস করি -
আমার জীবদ্দশায় ইতিহাস-ভিত্তিক (রাজনৈতিক রাজনীতি) শেষ হবে।
শুরু হবে - পারফরমেন্স ভিত্তিক রাজনীতি, উন্নয়নের রাজনীতি, রেজাল্ট ভিত্তিক রাজনীতি।
আমরা উন্নয়নের ব্যাল্যান্স শিট ধরে ভোট দিতে পারব।
সংসদে ইতিহাসের মীমাংসা নিয়ে না, পারফরমেন্স নিয়ে বিতর্ক করবো।
আমরা সংসদে দাড়িয়ে - এডুকেশন, আইসিটির মত প্রতিটি খাতের - Vission, Mission, KPI, ROI, Success, Failure Management নিয়ে কথা বলতে পারব।
বিরোধী দলের সাংসদ হিসেবে, যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে বিতর্ক করতে পারব। সেই বিতর্ক সিদ্ধান্ত বিরোধিতার জন্য না, গালি দেবার জন্য না। বরং সঠিক সিদ্ধান্তে সহায়তার জন্য বিতর্ক।
আর বিতর্কিত ইতিহাস সৃষ্টির ফ্যাক্টরিতে তালা লাগাবো।
আমরা রাজনীতিকদের - ব্যক্তিগত, ধর্মীয় জীবন নিয়ে কথা বলতে অনাগ্রহী হব।
কথা বলব তাদের পারফরমেন্স নিয়ে।
সব দল এক সাথে স্মৃতিসৌধে, শহীদ মিনারে গিয়ে দাঁড়াব। এক সাথে জাতিয় সঙ্গীত গাইবো।
আমি দেশপ্রেমিকতার যায়গা থেকে বলছি না।
আমি নিজের স্বার্থ বুঝি, সেই যায়গা থেকে বলছি।
তাই নিজের স্বার্থেই উন্নয়নের রাজনীতি চাই।
উন্নয়নের রাজনীতির স্বার্থে - ইতিহাস ভিত্তিক, রাজনৈতিক রাজনীতি শেষ করতে চাই।
এর জন্যই লেগে আছি -
ইতিহাসের সমস্ত আবর্জনা পরিষ্কার করতে।
ইতিহাসের সমস্ত কলঙ্ক মুছতে।
ইতিহাসের সকল বিতর্ক শেষ করে, নতুন অধ্যায় শুরু করতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।