২৮ সেপ্টেম্বরে জিআরই দিলাম। স্কেল চেন্জ হয়ে গেছে, তবে ওরা পুরনো স্কেলের সমতুল্য স্কোর সাথে সাথেই দিয়ে দিয়েছে। আমাকে দিয়েছে ম্যাথে ৭৫০-৮০০ আর ভার্বালে ৫৩০-৬৩০।
মোটামুটি ভালো স্কোর এইটা আমার জানামতে। তবে আমি গ্রাজুয়েট লেভেলে এপ্লাই করা সম্পর্কে কিছুই জানিনা।
আপনাদের সাহায্য চাই এব্যপারে। আমি EEE থেকে পাশ করেছি। CGPA 2.96
TOEFL ibt সম্পর্কেও তথ্য দরকার। কোথায় পরীক্ষা হয় এইটাও জানিনা। আপনারা যে যা জানেন জানিয়ে হেল্প করুন প্লিজ।
এই ব্যপারে ব্লগে অনেক ভালো লেখা আছে বলে শুনেছি। কারো কাছে যদি লিনক থাকে প্লিজ শেয়ার করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।