আমাদের কথা খুঁজে নিন

   

উয়ায়সী গীতা- (গজল)

স্রষ্টা, সৃষ্টি ও নিজেকে জানা । তত্ত্ব কথা দিয়া গুরু বলে'ছেন বার বার। শরিয়ত বিনে রে বাছা না হইবে মারফত কা'র। । শরিয়ত গাছের গোড়া স্ত্রী পুরুষ জোড়া জোড়া আজান দিয়া নামাজ পড় দিবা রাত পাঁচ বার।

নামাজ রোজা নাইরে মাফ ছাড়িলে হইবে পাপ এক ওয়াক্ত কাজা করলে আশি হকবা দোজখ তার। । তাই করি হুশিয়ার বেহেস্তর আশা যার পড় নামাজ পাবে হুর গলে গজমতীহার। ইলাহী দরবেশে কয় শরিয়ত মাফ নয় ছাড়িরে জাহান্নামে যা'বে নাহি শোন ধোকা কা'র। ।

--------------------------- খেলাফে পয়ম্বর কাছে রাহ গোজিদ কে হর্গেজ বা মঞ্জেল নাখাহাদ রাছিদ্ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.