স্রষ্টা, সৃষ্টি ও নিজেকে জানা । কালেমার তালিম নাইক যার সে তো ধর্মরূপ মায়ের গর্ভে রৈছে লৌহ মাহ্ফুজ না দেখলে পরে হকিকতে তারে কহে মিছে। কালেমা তায়েবা যাহা পাক গাছের মত তাহা শাহাদত কালেমা লেখা রয়েছে ঐ গাছে। কালেমা খবিছা যত না পাক গাছের মত আগাছা খবিছ গাছ জ্বালাবে আগুন মাঝে। কোরাণ বুঝবার জন্য নহে শুধ করতে মান্য না বুঝিয়া পড় যদি ঠকিতে হইবে পাছে। ইলাহী দরবেশে থেকে আশেক মুর্শেদ কয় ভেদ কন দয়াময় জিজ্ঞাসিলে উয়ায়সী পীরে পাবি কথা তারি কাছে।। *** কালেমাতান তায়ইয়ে বাতান্ কাশজারাতিন তায়্ইয়েবাতিন--- সূরা ১৪, আয়াত ২৪,২৫,২৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।