ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
গতকাল এক যুবলীগ নেতার মাথা কেটে নিয়ে যাবার ঘটনা নিয়ে লেখা দিয়েছিলাম। আর আজকে সেই যুবলীগ নেতা ইলিয়াসের মা এবং স্ত্রীর কথা শুনে রীতিমত স্তব্দ হয়ে গেলাম। মিডিয়ায় ইলিয়াসের মা জানিয়েছে রাত আনুমানিক ১ টায় সন্ত্রাসিরা তার ঘরে ঢুকে তার সন্তান ইলিয়াসকে খুজতে থাকে।
এসময় স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াস হোসেন বিষয়টি টের পেয়ে ঘরের বাথরুমে লুকিয়ে পড়ে। সেখান থেকেই সে পুলিশকে কল দেই তাকে বাচানোর জন্য। পরে সন্ত্রাসীরা তাকে বাসার বিভিন্ন জায়গায় খুজতে থাকে। না পেয়ে তারা বাথরুমের দিকে যায়। বাথরুম ভিতর থেকে লক করা থাকায় তারা দরজায় লাথি মারতে থাকে।
কিন্তু লোহার দরজা ভাংতে না পেরে তারা ঘরের "ঢেঁকির" উপরের গাছ খুলে তা দিয়ে বাথরুমের একপাশের দেয়াল ভেঙ্গে তাকে সেখান থেকে বের করে প্রথমে গুলি করে। এরপর তারা ইলিয়াসকে তার মা এবং স্ত্রীর সামনেই জবাই করে দেয়। জবাই করার পর তারা একটি কাল ব্যাগে করে ইলিয়াসের মাথা নিয়ে চলে যায় রাত তিনটার দিকে। এই দুই ঘণ্টায়ও সাহারার পুলিশ আসেনি ইলিয়াসের বাড়িতে। মা এবং স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছুঁড়ে সেখান থেকে বীরদর্পে চলে যায়।
অবশেষে সকাল ৮ টায় পুলিশ এসে লাশ নিয়ে যায় পোস্ট মর্টেম করতে। বাহ কি চমৎকার ব্যাপার।
সাহারা লজ্জা থাকতে পদত্যাগ করুণ। অবশ্য আপনার লজ্জা আছে বলে মনে হয়না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।