আজ শুক্রবার বিকেল পাঁচ থেকে সাড়ে পাঁচটা মধ্যে ব্রাক্ষণবাড়িয়া জেলার উড়শিউরা এবং এর আশে পাশের বেশ কিছু গ্রামে হঠাত্ টর্নেডো বা কালবৈশাখী ঝড় আঘাত হানে । এসময় প্রচুর বাতাস বয়ে যেতে থাকে । বাতাসের দাপটে রাস্তায় চলাচলরত বেশ কিছু ট্রাক উল্টে যায় । এর একটি ট্রাক উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারের পাশে রাস্তায় থাকা সিএনজির উপর পড়ে এবং সিএনজির সব যাত্রী নিহত হয় । এছাড়া রামরাইল ও আরও অনেক জায়গায় রাস্তায় কার্ভাড ভ্যান উল্টে পড়ে ।
রাস্তায় প্রচুর গাছপালা ভেঙ্গে পড়ে । ফলে ব্রাক্ষণবাড়িয়া কুমিল্লা রাস্তা বন্ধ হয়ে গেছে । এছাড়া জেলখানার পাঁচ তলা ভবনের একটি অংশের দেয়াল ধসে পড়ে । এতে একজন কর্তব্যরত গার্ড নিহত হয় । এছাড়া বেশ কয়েকজন কয়েদি আহত হয়েছে ।
কয়েদিদেরকে বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে ।
সর্বশেষ খবর অনুযায়ী নিহত ১৪জন । আহত ৩০০জন । তবে অনেকের মতে নিহত কমপক্ষে ২০-২৫জনের মত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।