কমলগঞ্জ (মৌলভীবাজার), মানব জমিনঃ ডিম সাদা ও ব্রাউন আবরণের হওয়াই স্বাভাবিক। তবে সেই ডিমের খোসায় কিছু লেখা বা জলছাপ থাকলে হুলস্থূল কাণ্ড ঘটার কথাই।
তেমনটিই ঘটেছে কুলাউড়া উপজেলার পূর্ববাগ গ্রামের মাওলানা তছলিমুর রহমানের বাড়িতে। শুক্রবার রাতে গ্রামের এক দোকান থেকে দুই হালি ডিম কিনেন মাওলানা তছলিমুর। শনিবার সকালের ওই ডিম দিয়ে গৃহকর্ত্রী খাবার তৈরির সময় সাতটি ডিম স্বাভাবিক পেলেও একটি ডিমের খোসার চারদিকে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা দেখতে পান।
বিষয়টি গৃহকর্তা তছলিমুরকে জানানোর পর বাড়ির লোকজন জড়ো হন সেখানে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আল্লাহু লেখা ডিমটি এক নজর দেখতে উৎসুক লোকজন ভিড় করেন। সোমবার দুপুরে মাওলানা তছলিমুর ওই ডিমটি নিয়ে হাজির হন কমলগঞ্জের স্থানীয় সাংবাদিকদের কাছে। সাংবাদিকরা আল্লাহু লেখা ডিমের ছবি তোলেন।
চোখের সামনে দেখেও যারা উল্টো কথা কয়,
তাদের চোখে ছাগলও কেবলি হিসু দিতে চায়।
সূত্রঃ এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।