সন্ধান পেয়েছেন। কিন্তু এবার পাথর বা লোহা নয়, ডিমের খোসায় আদিকালের ইতিহাসের সন্ধান মিলেছে। ডিমের খোসার ওপর সেই আদিকালে মানুষ কীপাথর বা লোহার ওপর আঁকা বিভিন্ন সংকেতচিহ্ন বা প্রতীক খুঁজে বের করার মাধ্যমে বিজ্ঞানীরা আগেই আদি যুগের মানব সভ্যতার ইতিহাসের ভাবে রেখাঙ্কনের মাধ্যমে ভাববিনিময় করত, নিজেদের ইতিহাস লিখে রাখত, তা-ই এখন বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার পাথরঘেরা ডিয়েপক্লুফ এলাকা থেকে উটপাখির ডিমের খোসার ভাঙা যে অংশগুলো খুঁজে পেয়েছেন, সেগুলোর ওপর রয়েছে দুটি লাইনে গোলাকৃতি রেখাচিহ্ন। ১৯৯৯ সালে ওই ডিমের খোসাটির সন্ধান পাওয়ার পর বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করছেন, ডিমের খোসাটি ৬০ হাজার বছর আগের।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের গবেষণায় পর বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। ফ্রান্সের তালেসেঁর বর্দো ইউনিভার্সিটির ড. পিয়েরে-জঁ তেসিরে বিবিসিকে বলেছেন, ‘ডিমের খোসাটিতে আঁকা রয়েছে পাশাপাশি দুটি রেখাচিহ্ন, রেখা দুটি আবার চক্রাকারে ঘোরানো। আমরা পুরো ডিমের খোসাটি পাইনি বলে কিছুটা অস্পষ্টতা রয়েই গেছে। ওই রেখাগুলো পরস্পরকে ডানদিকে ক্রস করেছে, আবার তির্যকভাবেও ক্রস করেছে। ’ তিনি বলেন, রেখার পুনরাবৃত্তি ঘটিয়ে আদিকালের মানুষ পরস্পরকে কিছু একটা বোঝাতে চেয়েছে বলে অনুমান করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।