আমাদের কথা খুঁজে নিন

   

মুভি পাগলদের জন্য "প্রজাপতি"

ঈদে মুক্তি পাচ্ছে জাহিদ হাসান-মৌসুমী ও মোশাররফ করিমের আলোচিত চলচ্চিত্র ‘প্রজাপতি’। এনটিভি’র প্রযোজনায় এটি নির্মাণ করেছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ২০শে আগস্ট ‘প্রজাপতি’ বিনাকর্তনে ছাড়পত্র পাওয়ার পর এখন প্রস্তুতি চলছে ঈদ উৎসবে একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার। এদিকে মুক্তির আগেই চলচ্চিত্রটির গান গেল এক বছর ধরে দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। হাবিবের একক সুর-সংগীতে ‘প্রজাপতি’তে প্লেব্যাক করেছেন ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিৎ, বালাম, হাবিব, ন্যান্সি, কণা ও সিঁথি সাহা।

দুই দিকে বসবাস, প্রজাপতি, টাকা, ছোট ছোট আশাসহ চলচ্চিত্রটির প্রায় সবক’টি গানই গেল এক বছর ধরে বাজছে অডিও বাজারে। অডিও অ্যালবামের আকাশচুম্বী সফলতার ধারাবাহিকতা চলচ্চিত্রের গল্প এবং নির্মাণশৈলীতেও থাকছে- এমনটাই জানালেন নির্মাতা রাজ। এদিকে ‘প্রজাপতি’র মধ্য দিয়ে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মোশাররফ করিম। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, জীবনের প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’। চলচ্চিত্রটি বিনাকর্তনে ছাড়পত্র পাওয়ায় আমি যারপরনাই আনন্দিত।

শুটিং শেষে মনে একটাই ভয় ছিল সম্মানিত সেন্সর বোর্ডের সদস্যরা আমার নির্মাণটি হয়তো পছন্দ করবেন না। কারণ, আমি এফডিসি’র মূল ঘরানার নির্মাতা নই। অথচ দেখছি উল্টো ঘটনা ঘটেছে। সেন্সর বোর্ডের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট অনেকেই আমার নির্মাণের দারুণ প্রশংসা করছেন। বলছেন, এ ধরনের চলচ্চিত্র আরও বেশি বেশি হওয়া উচিত।

এদিকে নির্মাতা আরও জানান, আসন্ন কোরবানি ঈদ উৎসবে আমার বিশ্বাস ‘প্রজাপতি’ পুরো বাংলাদেশে উড়বে, রঙ ছড়াবে। গানের মতোই দর্শক গ্রহণ করবে চলচ্চিত্রটিকে। এরই মধ্যে দেশব্যাপী একযোগে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছি আমরা। চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে অমি-বনি কথাচিত্র। এদিকে ‘প্রজাপতি’ মুক্তির আগে এর গল্প সম্পর্কে মুখ খুলতে একদমই রাজি নন নির্মাতা কিংবা নায়িকা-নায়কদ্বয়।

তবে এটুকু জানা যায়, প্রজাপতি’তে পাওয়া যাবে নগরের এক মধ্যবিত্ত দম্পতির সংসার-স্বামী এবং প্রেমের নতুন একটা গল্প। চলচ্চিত্রটির গল্প-চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.