গতবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন দুই কোটি ইউরোর বিনিময়ে এই মিডফিল্ডারকে কিনেছে। চুক্তি অনুযায়ী ২০১৭ সালের গ্রীষ্ম পর্যন্ত বায়ার্নে খেলবেন থিয়াগো।
সম্প্রতি বার্সেলোনার সাবেক ও বায়ার্নের বর্তমান কোচ পেপ গার্দিওলা পুরনো এই প্রিয় শিষ্যকে দলে টানার ইচ্ছার কথা জানান। তারপরই থিয়াগোকে দলে টানতে উঠেপড়ে লাগে ব্যাভারিয়ানরা।
তবে এই স্প্যানিশ তারকাকে পেতে ইংল্যান্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে বায়ার্নকে।
শুরুতে থিয়াগোরও ম্যানইউ পছন্দ ছিল কিন্তু কোচ গার্দিওলার কারণেই বায়ার্নে যেতে রাজি হন তিনি।
২২ বছর বয়সী থিয়াগোকে দলে পেয়ে দারুণ খুশি বায়ার্নের প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে। তিনি বলেন, “আমাদের নতুন কোচ পেপ গার্দিওলার প্রবল ইচ্ছার কারণেই থিয়াগোকে কেনা হয়েছে। ”
“বড় মাপের এই ট্রান্সফারে সফল হতে পেরে আমরা খুশি। অনূর্ধ্ব ২১ ইউরোতে থিয়াগো চোখ ধাঁধানো ফুটবল খেলেছে।
আশা করি সে বায়ার্নের শক্তি বাড়াবে”, যোগ করবেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।