আমাদের কথা খুঁজে নিন

   

মেসি ছাড়াই বার্সা

লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। গত শুক্রবার ভক্তদের জন্য এমন সুখবর ছড়িয়ে পড়ে বার্সেলোনা শহরজুড়ে। দিন কয়েক আগে তিনি আর্জেন্টিনা থেকে ন্যু ক্যাম্পে পৌঁছেছেন। অনুশীলনও শুরু করেছেন। এরই ফাঁকে এক প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।

এ অনুশীলন ম্যাচের পর কোচ জেরার্ডো মার্টিনো ভাবতেই পারেন, লিওনেল মেসি পূর্ণ ফিট। তিনি ভাবছেনও তাই। তবে আজই তাকে মাঠে নামাতে প্রস্তুত নন মার্টিনো। তার মতে, মেসি পূর্ণ ফিট হলেও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন তার। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা আজ মুখোমুখি হচ্ছে এল্চের।

গত নভেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হন লিওনেল মেসি। এর আগেও চলতি মৌসুমে আরও দুবার ইনজুরিতে পড়েছিলেন তিনি। তৃতীয়বারের মতো ইনজুরি তাকে মাঠ থেকে অনেকটা দূরে নিক্ষেপ করে। প্রায় দুই মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে যান। মেসির অনুপস্থিতিতে বার্সেলোনা ৮ ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে।

তবে দীর্ঘদিনের অপেক্ষা আজই শেষ হতে পারে। গত শুক্রবার অনুশীলনে হ্যাটট্রিক করে লিওনেল মেসি সম্ভবত সেই ইঙ্গিতই দিলেন। বেশ কিছুদিন আগেই আর্জেন্টাইন জাদুকর ঘোষণা দিয়েছিলেন, 'এবার তিনি আগের চেয়েও দুর্দান্ত ফুটবলার হিসেবে মাঠে নামবেন। ' মাঠে নামার আগেই কি মেসি তার প্রমাণ দিলেন! গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ মালাগার বিপক্ষে জয় পেয়ে থাকলে এককভাবে তারা শীর্ষে উঠে গেছে। শীর্ষস্থান পুনরুদ্ধার করতে হলে বার্সেলোনাকে আজ জয় পেতেই হবে।

আন্দ্রেস ইনিয়েস্তা অবশ্য আগেই বলে দিয়েছেন, এল্চের বিপক্ষে কাতালানরা জয়ের বিকল্প কিছু চিন্তাই করছে না। লিওনেল মেসির অনুপস্থিতিতে ব্রাজিলিয়ান তারকা নেইমার নিয়মিতই আলো ছড়িয়েছেন বার্সেলোনায়। এবার মেসি ফিরলে যে কোনো প্রতিপক্ষের জন্যই তা হবে আতঙ্কের খবর। তবে দেখার বিষয় হলো, কোচ জেরার্ডো মার্টিনো মেসিকে কবে মাঠে নামার মতো ফিট মনে করেন! আগেই তিনি জানিয়েছেন, মেসি শতভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিবে না বার্সেলোনা।

 

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.