রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই স্বাধীনতা
তানভিন আক্তার মিতু
পরাধীনতা আর মানবো না,
করবো অবরোধ ।
সন্ত্রাস আর অপরাধ,
হবেই এবার রোধ ।
জীবন দিয়ে লড়ব মোরা
মানব না পরাজয় ।
সন্ত্রাস আর জলদস্যুদের,
করবো নাকো ভয়।
হাজার কষ্টেও ছাড়ব না,
একটিও মাটির কনা ।
দেশ মাতাকে হারাবার,
নেই কোন সম্ভাবনা ।
তোমার কোন ভয় নেই,
ভেব না দেশ মাতা।
যুদ্ধ করে আনবো মোরা,
আনবোই স্বাধীনতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।