বড়লোক কোন বিত্তশালী লোকেরপরিচয় নয়, বড়লোক হচ্ছে বড় মনের লোক আর বিত্তশালী লোক হচ্ছে ধনীলোক
এক্কেবারে হোমমেইড এনিমেশন। ফটোশপ ইমেজরেডি দিয়ে তৈরি। যারা প্রফেশনাল তারা হয়ত হাসবেন। কিন্তু আমি নতুন কিছু শিখে সবার সাথে শেয়ার না করে পারলাম না। যে কেউ সহজেই ফটোশপ ইমেজরেডি দিয়ে এরকম এনিমেশন তৈরি করতে পারবেন।
চাই একটু ধৈর্য। তাহলে আসুন শিখি কিভাবে এনিমেশন তৈরি করা যায়।
১- প্রথমে এরকম (নিচে) একটি ব্যাকগ্রাউন্ড ফটোশপে তৈরি করুণ। (ছবিটি ডাউনলোড করে নিন)
২- তারপর নীচের ছবি দুটি (ছবি-১ এবং ছবি-২) ফটোশপের ম্যাজিক ওয়ান্ড ব্যাবহার করে সিলেক্ট করে মুভ টুলের মুভ করে সাহায্যে ব্যাকগ্রাউন্ড ইমেজে লেয়ার তৈরি করুণ। ছবি-১ এবং ছবি-২ যথাক্রমে লেয়ার-১ এবং লেয়ার-২ হলে কাজের জন্য সুবিধা হবে।
ছবি-১
ছবি-২
৩- এবার Free Transform বা ctrl+T চেপে লেয়ার-১ এবং লেয়ার-২ কে Transform করুণ।
৪- লেয়ার-১ এবং লেয়ার-২ এর আবস্থান হবে এরকম-
৩- এবার ফটোশপের File মেনু হতে Edit in Imageready বা shift+ctrl+M চাপুন
এই ধাপ গুলো মনোযোগের সাথে লক্ষ্য করুণ। এগলো সবচেয়ে গুরুত্বপুর্ন
৪- ইমেজরেডিতে ওপেন করার সময় লক্ষ্য করুণ নিচে Animation প্যালেট রয়েছে। Animation প্যালেটে অনেকগুলো Frame ওপেন হয় প্রথমটি রেখে বাকিগুলো ডিলিট করতে হবে।
৫- এরপর Frame-১ সিলেক্ট করে নিচের ছবি অনুসারে Frame ডুপ্লিকেট করুণ।
দেখবেন Frame-২ তৈরি হবে। Frame-২ সিলেক্ট ডুপ্লিকেট করে Frame-৩ করুণ
৬- Frame-৩ সিলেক্ট করে লেয়ার-১ কে লেয়ার-২ এর সামনে নিয়ে আসুন
৭- এবার Frame-৩ সিলেক্ট করে ডুপ্লিকেট করে ৪ তৈরি করুণ এবং সিলেক্ট করে লেয়ার-২ কে লেয়ার-১ এর সামনে নিয়ে আসুন-
৮- এভাবে Frame তৈরি করতে থাকুন যে পর্যন্ত রাস্তা শেষ না হয়।
৯- ১০ থেকে ১৫ টি Frame তৈরি করুণ।
১০- এখন Frame-১ সিলেক্ট করে লেয়ার প্যালেটে লেয়ার-২ হাইড করুণ। লক্ষ্য রাখতে হবে Frame-২ এ যাওয়ার আগে যেন Background layer টি সিলেক্ট করা থাকে।
এরপর Frame-২ সিলেক্ট করে লেয়ার-১ হাইড করুণ। এভাবে শেষ Frame পর্যন্ত চলবে। অর্থাৎ বেজোড় Frame গুলোতে লেয়ার-২ এবং জোড় Frame গুলোতে লেয়ার-১ হাইড থাকবে।
১১- হাইড করা শেষ, কাজও প্রায় শেষ। Animation প্যালেটে play করলেই Animation টি চালু হবে।
১২- এবার File মেনু হতে Save Optimized as সিলেক্ট করে gif ফরমেটে Animation টি সেভ করুণ। ব্যাস কাজ শেষ।
পোষ্টটি কাজে লাগলে ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।