আমাদের কথা খুঁজে নিন

   

আসিয়াছে আমার নাট, বোল্টু আর স্প্রিং এর গল্প

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... দুইটা জমজ পোলা আমার নাম রাখছি নাট আর বোল্টু মাইয়া একটা তার নাম স্প্রিং নাট বল্টু আর স্প্রিঙ্গের মায়ের সেই কি রাগ পোলা মাইয়া মানুষ হইবো কেমনে নামের ঠিক নাই ্‌্‌্‌্ সেই থাইকা টেনশন এ আমি দুনিয়ার তাবত পোলা মাইয়া মানুষ করার বই পইড়া ফালাইছি। এখন দেখি নিজের টেকনিক ই সেরা, সপ্তাহে পাচদিন এদের রাখা হইবো নিয়মের ভিতরে, একেবারে ঘড়ির কাটায় কাটায় সব করবো, না করলেই ইয়া বড়ো লাঠি নিয়া আমি !! আর দুই দিন এদের জন্য যা ই চ্ছা তা, মাথা ফাটায়া ফেললেও কথা নাই হস্পিটালে নিয়া সিলাই দিয়া আনমু কিন্তু মাইর গাইল নাই, আবার এই দুই দিন প্রেম পিড়িতি ও করতে পারবো, বাপের লগে এক দুই ফোটা অয়াইন ও খাইবো!!! এইটা হইলো আমার ভবিষ্যত পরিকল্পনা। এইবার কই বর্তমানের কথা। নাট বোল্টু আর স্প্রিং এর মা হওয়ার জন্য যারে এতোদিন দিবস রজনী স্বপ্নে দেখেছি গতকাল রাতে এই ছোট কইলজার উপরে শেষ ভরশা করে তারে বলেছিলাম সে রাজী কিনা? নাট, বোল্টু আর স্প্রিং মা হতে ?? সে অতন্ত্য দুঃখের সাথে বলল তুমি খুব বেশীরখম ভালো একটা ছেলে, কিন্তু আমি গত ৬মাস আগে খুব ভালো ফুটবল খেলে, বান্দরের মতো দেখতে একটা ফরাসী ছেলেরে দিল দিয়া দিছি !! আমার দুই গাল হাতে জড়ীয়ে কপালে একটা লম্বা চুমো দিয়ে সে বললো আমি দু-ক্ষিত, এর পর থেকেই আমি ....................................... আমার নাট বোল্টু আর স্প্রিং এর নয়া মা খুজতেছি !!! মন মেজাজ খুব খারাপ। মা না পাইলে পোলা মাইয়া মানুষ করা টাফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।