আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অভ্র আসিয়াছে! সমর ভাইকে ধন্যবাদ!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

(কমেন্ট ব্যান না হলে এ ব্লগটা লিখার দরকার ছিল না, আর কত দিন কমেন্ট ব্যান থাকুম!) নতুন অভ্র আসিয়াছে! সমর ভাইকে ধন্যবাদ জানানোর জন্য! এইমাত্র আমি অভ্রের এই নূতন ভার্সানটি ডাউনলোড করেছি। ফাটাফাটি হয়েছে। প্রথমে বলে রাখি এ টাইপটা করছি অভ্র'র নূতন ভার্সান ইন্সটল করে। অক্ষর সাজেশন দেয়া ভাল লাগল। বানান আর ভুল হবে না।

নতুন অভ্র দেয়ার জন্য মেহদী ভাইকে হাজার কোটি ধন্যবাদ না জানালেই নয়। একই সাথে একটা বিষয় কেউ কি খেয়াল করেছেন, বিয়ের পরই কিন্তু দ্রুত পেলাম অভ্রের নতুন সংস্করণ। সুতরাং ধন্যবাদের ভাগ ভাবিতেও বর্তাবে। কি বলেন! সমর ভাইয়ের সাথে সহমত। বিবাহের পর আমিও ব্লগে অভিনন্দন জানাইয়া ছিলাম।

এখন আমার মনে হচ্ছে বিবাহ কাজে লাগিয়াছে! অনেক অনেক শুভেচ্ছা জানাই! যাহারা আমাদের মেহদী ভাই ও ভাবীকে দেখেন নাই, তাদের জন্য। (কপিরাইট মামলা না খাইলে হয়!) নূতন ভার্সানের লিঙ্ক - Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.