আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতের চিঠি

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " সৌমিক প্লাবন ,, দোস্ত, সবচেয়ে ভালো লাগে কখন জানিস ? , তুই যে হঠাত মাঝ রাতে কখনো মেসেজ দিয়ে জানাস যে একটা কবিতা লিখেছিস। অথবা ফোন করে বলিস- " দোস্ত, একটি কবিতা লিখছি, তুই শোন " ... সেই সময় ... সেই সময় নিজেকে সত্যিই ভালো মানুষ মনে হয় , মনে হয় ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনের জটিলতা বুঝতে অক্ষম হলেও আমি ভালো আছি। মনে হয় , বাস্তবের নোংরা নর্দমায় দাড়িয়েও আকাশের সৌন্দর্য্যের দিকে তাকাতেই যে আমার আনন্দ- এর মূল্য আর কেউ না বুঝলেও হয়তো তুই বুঝিস । এই ইট পাথরের অরন্যে এখনো যে তোর মতো কিছু একান্ত নিভৃতচারী মানুষ নামের প্রানীরা কবিতা লেখে, লিখে যাচ্ছে ... , ভালো কবিতা, একাকীত্বের কবিতা, বেদনার কবিতা, নতুন আশার কবিতা ... তা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে।

আমি কখনও কবিতা লেখার চেষ্টা করি না সত্য ,তবে কবিতা ভালোবাসি এবং বিশ্বাস করি মানুষের ভাবাবেগের সবচেয়ে উৎকৃষ্ট আর শক্তিশালী প্রকাশই কবিতা। স্বার্থান্বেষী এই আমরা কবিতা ভালোবাসতে পারি না । শুধু সমাজের চোখে ঠাঁট বজায় রাখতে, সামাজিকতা রক্ষা করতে অবিরাম টাকার পিছনে ছুটতে পারি। ব্যস্ততার মধ্যদিয়ে সমস্ত সময় পার করে ফেলি। অশ্লীল বিনোদনে মুগ্ধ হতে পারি ! অথচ চুপচাপ লেকের ধারে একাকী বসে থাকা অথবা জানালা দিয়ে উর্ধাকাশে শুন্যে তাকিয়ে বিরহের স্মৃতিচারন বা একাকীত্বে লীন হওয়ার মাঝেও যে একটা মানে আছে, তা ভুলে যাই ।

যাইহোক , তোর মুখে থেকে আরো নতুন নতুন কবিতার উচ্চারণ শোনার আশায় থাকলাম । ভালো থাকিস, প্লাবন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।