আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রঙ~~!!!



ওরা একজন আরেকজন কে গভীর ভাবে ভালোভাসে।চোখে চোখ রেখে কথা বলে, সুযোগ পেলে একজন আরেকজন কে চিমটি মারে।প্রতিটি খন যেন তাদের কাছে সনালি সকাল।আধুনিক প্রেম ভালোবাসার রুপ রঙ গন্ধ সবই ওদের মাজে বিদ্দমান। কি সুনদরই না লাগছে তাদের এই দৃশ্য।ওদের ভালোবাসার রংটা ওদের কাছে হয়ত নীল, সোনালি, গোলাপী, কিংবা শিশির ভেজা সোনালী সকালের সবুজ ঘাসের মত, অথবা শীতের কুয়াশা ঘেরা আকাশে মুক্ত ডানা মেলে উড়ে চলা পাখীর মত। যে ভাভেই তারা ভালবাসার রঙ টাকে বিশেষিত করুকনা কেন, এইটা তাদের কাছে সব সময় ই সুখের,মধুর,আবেশ এবং ভালো লাগার, ভালোবাসার, আরো অনেক~~~~~ অনেক কিছুর। আমি মুখে যতই বলি তাদের এ দৃশ্য আমার কাছে ভালো লাগে, কিনতু আমারই মনের কোনো এক অজানা কোনে অবিরত রক্ত খরন হয়ে চলেহে, কিন্ত কেন~~!!! কেন এই রক্ত খরন? এর উত্তর কিন্ত আমারর জানা নেই। ভালবাসার সঙ্গাটাকে যদি গভীর ভাবে বিশ্লেষন করা জায়~, তা হলে হয়ত দেখতে পাব সেটাও এক ধরনের ভালোবাসা।যদি তাই হয় তাহলে আমার সেই ভালোবসার রংটা কি~~!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.