আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই তৈরি করুন এয়ার ফ্রেশনার । এয়ার ফ্রেশনার খুবই ব্যাবহার করা হয় এমন একটি পণ্য ,তাই লেখাটি দেওয়া ।

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় আপনি নিজে একবার এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজারেরটি কিনবেন না। অনেকে বলে থাকেন যে, ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে বাড়িতে তৈরি ফ্রেশনার দুগন্ধ দূর করে, সঙ্গে সঙ্গে চমৎকার একটি সুগন্ধও ছড়ায়। লেবু এবং বেকিং সোডা হচ্ছে চিরাচরিত দুর্গন্ধ নাশক এবং ফ্রেশনার তৈরির জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না। উপাদানসমূহ ১ চা চামচ বেকিং সোডা ১ টেবিল চামচ লেবুর রস ২ কাপ (৫০০মিলি) পানি নির্দেশনা ১. উপাদানসমূহ একটি পাত্রে নিয়ে চামচ দ্বারা নাড়তে থাকুন যতক্ষণ না তাতে শব্দ হয়। ২. ভালোভাবে মেশানো হলে মিকচারটুকু একটা স্প্রে বোতলে ভরে ফেলুন। তৈরি হয়ে গেলো এয়ার ফ্রেশনার। ঘরকে সুগন্ধময় রাখতে হান্ডমেড ফ্রেশনার দিনে দুই থেকে তিন বার স্প্রে করা দরকার। রিডার্স ডাইজেস্ট অবলম্বনে (বাংলানিউজ থেকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.