গতকাল রাত্রী নয়টার দিকে এটিএন নিউজ চ্যানেলে টকশো দেখার সুযোগ হয়েছিল। বিরক্তিতে গা গরম হয়ে যাচ্ছিল। তাদের আলোচনার বিষয় ছিল জামাতের প্রতিরোধের বিষয়। আমি আশ্চর্য হয়েছি নিউজ চ্যানেলের ব্যপারে যে কোন একটি বিষয় আলোচনা -সমালোচনা করতে হলে সেখানে উভয় মতে বা পক্ষের মতামত ব্যক্ত করার মতো ব্যক্তি থাকতে হবে। কিন্তু শাহরিয়ার কবির একজন আলোচিত নাস্তিক এবং ইসরা্ইলি দোসর এবং দেশদ্রোহী ব্যক্তি আর মেছবাহুর রহমান হচ্ছে দাড়ি-টুপি সমন্বিত একটি মুনাফিক। এই দুই ব্যক্তি কিভাবে মিথ্যা-সত্যকে মিক্চার করে বক্তব্য দিচ্ছিল ভাবতে আশ্চর্য লাগে এদের একজন ইসলামি সংগঠনের সভাপতি ! আমি সাধারন নাগরিক হিসাবে নিউজ চ্যানেল থেকে সত্যানিষ্ট খবর বক্তব্য প্রত্যাশা করি, যে দোষি তাকে দোষি, যে নিদোর্ষ তাকে নিদোর্ষ প্রমান করাই মিডিয়ার কাজ। এক পক্ষের মুখে কষটেপ লাগিয়ে আরেক জনের মুখ দিয়ে লাগামহীন কথা বলতে দেয়া কি ধরনের সাংবাদিকতা। জনগন এদেরও ঘৃনাভরে প্রত্যাখান করবে। অপেক্ষায় থাকলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।