আমাদের কথা খুঁজে নিন

   

বালুকায় ফের নুহাশের ঢেউ....(২য় পর্ব)

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! সত্যি বলতে , কবিতা কি আর ধারাবাহিক হয়! তবে অনুভূতি শেষ না হলে কি করব! প্রথম পর্ব এখানে উড়ে যাও পাখি বেদনার সুর নগ্ন বুকেতে ধরে আহারের পর তীক্ষ্ম চঞ্চু শওকাতে তুঁত ভরে। দুয়ারে গোলাপ কাঁটা বাহিরে দীর্ঘ দৃঢ় গাঢ় জুলমাত লক্ষ যুথিকা তারা হয়ে আসমানে জহরত চাঁদ বক্ষে জুড়ি আঘাত। উঠানে পাথর জারদ আবহ মেহেদী ফুলের থোকা গন্ধে দু'হাত জাফরান রঙ আতর লালিমা শোঁকা। মুখের সমুখে আনারের দানা খোদার মমতা বোঝা ভার চেরাগের বুকে জয়তুল তৈল উজ্জ্বলতায় রাত্রী পার। ক্লান্ত সে এক সারাদিন বাদ পাখিটি ফিরিয়া আসে বেশ মাটির পাথরে বুক চাপা দিয়া অযুত বছর করে শেষ! শৃঙ্গায় ফুঁক কেয়ামত টানে জাগিয়া উঠিল পাখি মরুপথ তার হতে হবে পার আগুনে মিলিত আঁখি। দুপুরের রোদে তেজ আযান আগুন মানেনা যাত্রী দিনের বাতাসে পথ শুয়ে থাকে কাফেলাবিহীন রাত্রী। একদিন যদি মেহমান হয়ে পথে নেমেছিল আশ্বাসে বিদায় বিধুর বেদনাহত বুকে ঝড় ওঠে নিঃশ্বাসে। ইব্রাহিমের আগুনের ফুল জ্বলে কতকাল ধরিয়া মৃত সাগরের নোনা খাঁটি জল জিহ্বায় স্বাদ ভরিয়া। অসহায় পাখি চাহিয়া থাকে শেষ সময়ের অন্ধকারে ফের কেউ তার দু'হাত বাড়ায় যথা বাড়ায়েছে বারেবারে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।