আমাদের কথা খুঁজে নিন

   

বালুকায় ফের নুহাশের ঢেউ...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! চাঁদের আলোতে তুমি গলে যাও জলে নেমে পড় ধীরে অশ্রান্ত ঢেউ পাহাড়ের পারে স্বপ্ন সুরার ভীড়ে। বালুকায় ফের নুহাশের ঢেউ ফিরে আসে বড় জোর দুরন্ত পাড় বেদনায় ভাঙে মদিরায় ঘুমঘোর। দীপ্ত দু'হাত সূর্যের সাথে নীল কমলিকা ঢের আসমানে আজ জুঁই বালিকার নোনা অশ্রুর ঘের। তুমি আর কবে চাঁদ হয়ে যাও তুমি আর কবে দরিয়া বাদামের বনে ফুল হয়ে রও পাথড় পাহাড় জড়িয়া। চাঁদের আলোতে পাখি হও তুমি প্রভাতের সাতদিন বুলবুল থাকো ভুলে যেও নাকো ঝরোকার কাছে ঋণ। অ:ট: অতিরিক্ত ফররুখ আহমেদ পড়ার ফলশ্রুতিতে এই কবিতাখানি রচনা করিয়া পাথর পাহার দরিয়া সম্বলিত শব্দাবলিকে বাঁধিয়াছি। তাহা না হইলে উহারা আমাকে যে যন্ত্রনা প্রদান করিতেছিল তাহার কোনো সীমা পরিসীমা ছিলনা। চোখের সম্মুখে সার্কাসের রঙের ন্যায় ঘুরিয়া বেড়াইতেছিল। মাঝে মাঝে খোঁচা দিয়া জানাইয়া যাইতেছিল যে তাহারা আছে, ভালমত আসন গাড়িয়া বসিয়াছে। সেই দূর্বিসহ যন্ত্রনার কথা আর নাইবা বর্ননা করিলাম!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।